Jyotipriya Mallick Arrested: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার 'কথায়' গ্রেফতার জ্যোতিপ্রিয়?

Last Updated:

Jyotipriya Mallick Arrested: রাত ১২টা পর্যন্তও তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সমান্তরালে তল্লাশি চলছিল তাঁর আপ্তসহায়ক অমিত দে-র বাড়িতে।

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার
কলকাতা: ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে রাজ্যের এক মন্ত্রী। প্রায় ২১ ঘণ্টা লাগাতার তল্লাশির পর গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী। ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি’, ইডি দফতরে ঢোকার আগে বলেন জ্যোতিপ্রিয়। মেডিক্যাল টেস্টে নিয়ে যাওয়ার সময় মন্ত্রী বলেন, ‘বিজেপি এবং শুভেন্দুই চক্রান্তে জড়িত’।
ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টা থেকে ম্যারাথন তল্লাশি চালানোর পরও তাঁকে গ্রেফতার করার কোনও সিদ্ধান্ত নেননি তদন্তকারী আধিকারিকরা। রাত ১২ টা পর্যন্তও তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে, মন্ত্রীর বাড়ির সমান্তরালে তল্লাশি চলছিল তাঁর আপ্তসহায়ক অমিত দে-র বাড়িতেও। মধ্যরাতে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: ‘বিজেপি এবং শুভেন্দুই চক্রান্তে জড়িত’, গ্রেফতারির পর হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
সূত্রের খবর, অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কিছু তথ্য জানতে পারেন ইডি অফিসাররা। সেই তথ্য খতিয়ে দেখার জন্য রাত ১২ টার পর নতুন করে প্রশ্ন পর্ব শুরু হয় মন্ত্রীর বাড়িতে। জানা যায়, সেই সব প্রশ্নের উত্তর দিতে বেজায় আপত্তি ছিল জ্যোতিপ্রিয়র। তদন্তে অসহযোগিতার অভিযোগও সামনে আসে। এরপর ইডি আধিকারিকরা পুরো বিষয়টা জানান দিল্লিতে সংস্থার সদর দফতরে। তারপরই মন্ত্রীকে গ্রেফতার করার জন্য তোড়জোড় শুরু হয়।
advertisement
advertisement
মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের পর এবার গ্রেফতার জ্যোতিপ্রিয়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর ইডি-এর হাতে গ্রেফতার রাজ্যের দ্বিতীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সল্টলেক BC ২৪৪ ও ২৪৫ নম্বর বাড়িতে চলে দীর্ঘ তল্লাশি অভিযান। পাশাপাশি ইডি হানা দেয় মন্ত্রী জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দে-এর বাড়িতেও। এছাড়া সমান্তরালভাবে মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতেও চলে তল্লাশি। মন্ত্রীর আমহার্স্ট স্ট্রিটের বেনিয়াটোলা লেনের বাড়িতেও যায় ইডি।
advertisement
অমিত সরকার
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick Arrested: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার 'কথায়' গ্রেফতার জ্যোতিপ্রিয়?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement