Jyotipriya Mallick: 'বিজেপি এবং শুভেন্দুই চক্রান্তে জড়িত', গ্রেফতারির পর হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়

Last Updated:

Jyotipriya Mallick Arrested : প্রাক্তন খাদ্যমন্ত্রীকে মেডিক্যালের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বের করে নিয়ে যাওয়া হল সিজিও কমপ্লেক্স থেকে।

জ্যোতিপ্রিয় মল্লিক৷
জ্যোতিপ্রিয় মল্লিক৷
কলকাতাঃ ‘বিজেপি এবং শুভেন্দুই চক্রান্তে জড়িত’, গ্রেফতারির পর হাসপাতালে মেডিক্যাল করাতে নিয়ে যাওয়ার পথে বিস্ফোরক প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
প্রাক্তন খাদ্যমন্ত্রীকে মেডিক্যালের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাড়ে আট’টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে উদ্দেশ্যে। মেডিক্যাল টেস্টের পরে তাঁকে নিয়ে যাওয়া হবে ব্যাঙ্কশাল আদালতে। ইডি আধিকারিকরা মন্ত্রীকে জেরার জন্য নিজেদের হেফাজতে চাইতে পারেন বলেই সূত্রের খবর।
আরও পড়ুনঃ কী লুকিয়ে মোবাইল চ্যাটে? ভয়ঙ্কর তথ্য ইডির হাতে! আজই আদালতে জ্যোতিপ্রিয়
এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বনমন্ত্রীর মুখে শোনা গিয়েছে ফের চক্রান্তের কথা। সাংবাদিকদের প্রশ্নের মুখে মন্ত্রী ফের বলেন, তিনি চক্রান্তের শিকার, বিরাট ষড়যন্ত্রের শিকার। যে চক্রান্তের নেপথ্যে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছেন। সিজিও কমপ্লেক্স থেকে জোকা যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেন, “আমার বিরুদ্ধে বিরাট চক্রান্ত হয়েছে। বিজেপি, শুভেন্দু অধিকারী চক্রান্তে জড়িত।”
advertisement
advertisement
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জোত্যিপ্ৰিয় মল্লিক গ্রেফতার। ইডি আধিকারিকরা শুক্রবার ভোরে তাঁকে গ্রেফতার করেন। ইডি সূত্রে জানা গিয়েছে, বনমন্ত্রী তথা খাদ্যমন্ত্রীর বয়ানে এ দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের সময় একাধিক অসঙ্গতি ছিল। আয় ব্যয়ের হিসেব-সহ অন্যান্য একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: 'বিজেপি এবং শুভেন্দুই চক্রান্তে জড়িত', গ্রেফতারির পর হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement