North Dinajpur News: জাতীয় সড়কের হাল ফেরাতে ডালখোলায় পথ অবরোধ! স্থানীয়দের বিক্ষোভের মুখে আটকে রাজ্যের মন্ত্রীর গাড়ি, ছুটে এল পুলিশ

Last Updated:

North Dinajpur News: ডালখোলা থানার অসুরাগরে ২৭ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা। বারংবার দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। সোমবার জাতীয় সড়ক ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অবরোধের জেরে আটকে পড়ল মন্ত্রীর গাড়ি।

ডালখোলায় ২৭ নম্বর জাতীয় সড়ক ঘিরে অবরোধ
ডালখোলায় ২৭ নম্বর জাতীয় সড়ক ঘিরে অবরোধ
ডালখোলা, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: বেহাল জাতীয় সড়ক। বারবার দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক মেরামতের দাবি তুলেছেন ডালখোলার মানুষজন। ডালখোলা থানার অসুরাগরে ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।
অবরোধের জেরে যানবাহন চলাচল থমকে যায়। আটকে পড়েন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ একাধিক আধিকারের গাড়ি, স্কুল বাস। মন্ত্রী এবং অন্যান্য জনপ্রতিনিধিদের কাছে পেয়ে জাতীয় সড়ক কতৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ক্ষুব্ধ জনতা।
আরও পড়ুনঃ প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনের জায়গা দখলদারি, অবৈধ নির্মাণ গড়ার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
জানা গিয়েছে, রামপুর থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা একেবারে বেহাল। এর জেরে মাঝে মধ্যে দুর্ঘটনার মুখে পড়তে হয় গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে। সোমবার অসুরাগর এলাকায় জাতীয় সড়কের উপর দুর্ঘটনার মুখে পড়ে এক ব্যক্তি। জখম হন তিনি। এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  বাঁকুড়ার খাদ্য মেলায় দারুণ চমক! গৃহবধূদের জন্য ‘আমি দিদি নং ওয়ান’ কন্টেস্টের আয়োজন, জমে ক্ষীর খাতড়া ফুড ফেস্টিভাল
অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। রায়গঞ্জ যাওয়ার সময় আটকে পড়েন মন্ত্রী, বিধায়ক, জেলা সভাপতি-সহ একাধিক আধিকাদের গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: জাতীয় সড়কের হাল ফেরাতে ডালখোলায় পথ অবরোধ! স্থানীয়দের বিক্ষোভের মুখে আটকে রাজ্যের মন্ত্রীর গাড়ি, ছুটে এল পুলিশ
Next Article
advertisement
Sweet Potol: হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
  • শীতের মৌসুমে চটপটে স্বাদ নিতে অভিনব ওই মুখরোচক পটল কিনতে ভিড় করেছেন শহরবাসী

  • তবে এই পটল আদতেই কিন্তু সেই পটল নয়।

  • এটি হল বিশেষ এক প্রকারের বিস্কুট।

VIEW MORE
advertisement
advertisement