Bankura News: বাঁকুড়ার খাদ্য মেলায় দারুণ চমক! গৃহবধূদের জন্য 'আমি দিদি নং ওয়ান' কন্টেস্টের আয়োজন, জমে ক্ষীর খাতড়া ফুড ফেস্টিভাল

Last Updated:

Bankura Food Festival 2025: ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে খাতড়া খাদ্য মেলা। টিভি শোয়ের আদলে এই মেলাতে 'আমি দিদি নং ওয়ান' নামে একটি কন্টেস্টের আয়োজন করা হয়েছে। রবিবার ছিল বাছাই পর্ব।

+
প্রতিযোগিতার

প্রতিযোগিতার জন্য পরীক্ষা দিতে আসা গৃহবধূরা

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া শহরের খাতড়া দিদিদের হুড়োহুড়ি দেখলে অবাক হয়ে যাবেন। গোটা রবিবারটা জুড়ে কী যেন চলছে। বাঁকুড়ার খাতড়া শহরের হোক কিংবা তার বাইরে থেকে গৃহবধূরা এসে হাজির হয়েছেন এক ছাদের তলায়। কারণটা জানলে অবাক হবেন। এই দিদিরা এসেছেন ইতিহাস তৈরি করতে, আসন্ন খাতড়া ফুড ফেস্টিভাল। গৃহবধূরা দিলেন পরীক্ষা, আর এই পরীক্ষায় এসেছিল কুড়িটা প্রশ্ন যার মধ্যে ছিল গুগলি। আগে কোনও দিন এমন শুনেছেন? পরীক্ষার খাতায় প্রশ্ন এসেছে ‘গুগলি’! এমনটা হল বাঁকুড়ার খাতড়ায়।
আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে খাতড়া খাদ্য মেলা। এই খাদ্য মেলার বিশেষত্ব হল, আদিবাসী খাবার। প্রতিবছর এই খাদ্য মেলার পথ চেয়ে বসে থাকেন সাধারণ মানুষ এবং মেলা ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। খাতড়া এটিএম গ্রাউন্ডে হতে চলেছে এই মেলা। দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত।
আরও পড়ুনঃ অবৈধভাবে রাজ্যের নদী থেকে বালি চুরি করে বিহারে পাচারের ছক! মাঝপথে পুলিশ যা খেল দেখাল, গ্রেফতার ১
এই খাদ্য মেলাতে জনপ্রিয় একটি মহিলাদের রিয়ালিটি শো’এর আদলে হতে চলেছে একটি কনটেস্ট, যার নাম ‘আমি দিদি নং ওয়ান’। এই কন্টেস্টের বাছাই পর্ব হিসেবে নেওয়া হল পরীক্ষা। এই পরীক্ষায় করা হয়েছিল কুড়িটি প্রশ্ন, যার মধ্যে ছিল গুগলি বা ধাঁধা।
advertisement
advertisement
সে কারণে বাঁকুড়া  জেলার খাতড়ায় উপস্থিত হয়েছিলেন প্রায় শতাধিক গৃহবধূ। প্রত্যেকেই দিলেন পরীক্ষা। প্রত্যেকের স্বপ্ন, ‘আমি দিদি নাম্বার ওয়ান’ কনটেস্টে অংশগ্রহণ করার। জনপ্রিয় রাজ্যব্যাপী রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করতে না পেরে অনেকে খাতড়া ফুড ফেস্টিভালের এই রিয়ালিটি শো’য়ে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ ১৭ বছরে পা দিল বালুরঘাটের নাট্য মন্দির! সংস্কৃতির শহরে ঐতিহ্যের পুনরুজ্জীবন
দুধের স্বাদ ঘোলে মেটানো, এমনটা ভাববেন না। এই কনটেস্টেও রয়েছে যথেষ্ট কম্পিটিশন। খাতড়া শহরের বাসিন্দা গৃহবধূ, সুতপা গোস্বামী জানান, “এর আগে অডিশন দিতে পারিনি বলে আক্ষেপ করেছি, এবার ভাল লাগছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মনোরঞ্জনের দিক থেকে বাঁকুড়া জেলা পিছিয়ে নেই। বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলেও এখন পৌঁছে গিয়েছে খাদ্য মেলা। বিভিন্ন ধরনের মনোরঞ্জক খেলাধুলা। এই খেলাধুলার মাধ্যমে তৈরি হচ্ছে সম্প্রীতি এবং মানুষের মধ্যে মিলন। মজার একটি পরীক্ষা দিয়ে যথেষ্ট খোস মেজাজে দেখা গেল খাতড়ার গৃহবধূদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার খাদ্য মেলায় দারুণ চমক! গৃহবধূদের জন্য 'আমি দিদি নং ওয়ান' কন্টেস্টের আয়োজন, জমে ক্ষীর খাতড়া ফুড ফেস্টিভাল