South Dinajpur News: ১১৭ বছরে পা দিল বালুরঘাটের নাট্য মন্দির! সংস্কৃতির শহরে ঐতিহ্যের পুনরুজ্জীবন
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
South Dinajpur News: রাজ্যের সংস্কৃতির শহর হিসাবে পরিচিত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। বালুরঘাটের ঐতিহ্যবাহী নাট্য মন্দির রবিবার ১১৭ বছরে পা দিল। সেই উপলক্ষ্যে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, অনুপ সান্যাল: রাজ্যের সংস্কৃতির শহর হিসাবে পরিচিত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। জেলার কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ঐতিহ্যের মিলনস্থল দেখা যায়। বালুরঘাটের ঐতিহ্যবাহী নাট্য মন্দির রবিবার ১১৭ বছরে পা দিল। এদিন নাট্য মন্দিরের বর্তমান কার্যকরী কমিটির উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে সংস্থার পতাকা উত্তোলনের অনুষ্ঠান হয়। পতাকা উত্তোলনের পর নাট্য মন্দির প্রাঙ্গণে একাধিক বৃক্ষরোপণ করা হয়। সন্ধ্যায় আয়জিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক মঞ্চস্থ হয়।
আরও পড়ুনঃ অযোধ্যা পাহাড় ঘিরে গজিয়ে উঠছে অবৈধ নির্মাণ! বারণ সত্ত্বেও কে কার কথা শোনে, জমি খালি করতে বন দফতরের কড়া পদক্ষেপ
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে পশ্চিমবঙ্গের ‘সংস্কৃতির শহর’ হিসাবে পরিচিতি লাভ করেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আসল নাকি নকল দেখে বোঝার উপায় নেই! বান্ডিল বান্ডিল ৫০০-র নোট উদ্ধার, মালদহে জাল নোট পাচারের বড়সড় ছক বানচাল
১৯০৯ সালে ‘বালুরঘাট থিয়েটিকাল অ্যাসোসিয়েশন’ নামে যাত্রা শুরু করেছিল এই সংস্থা। পরে এটি ‘দি এডওয়ার্ড ড্রামাটিক ক্লাব’ নামে পরিচিতি লাভ করে। বাংলার বিশিষ্ট নাট্যকার মন্মথ রায় এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
December 07, 2025 10:39 PM IST

