TMC Strategy: পুজো মিটতেই এবার বড় পরিকল্পনা তৃণমূলের, সব নজর ১ তারিখের দিকে!
- Written by:ABIR GHOSHAL
- Published by:Raima Chakraborty
Last Updated:
TMC Strategy: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আন্দোলনে জোর বাংলার শাসকদলের৷
কলকাতা: লক্ষ্য লোকসভা। তাই প্রতিদিন প্রচারে থাকার নির্দেশ দলের নেতা-কর্মীদের। পুজো মিটতেই রাস্তায় নামার নির্দেশ দলের নেতা-কর্মীদের। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে এলাকায় রোজ রোজ প্রচার করতে বলা হয়েছে। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সেই প্রচারে জোর দিতে বলা হয়েছে। রাজভবনের ধরনা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, ৩১ অক্টোবর অবধি তারা অপেক্ষা করবে৷
কেন্দ্র যথাযথ জবাব না দিলে আগামী ১ তারিখ থেকে ফের রাস্তায় নামা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন। সূত্রের খবর, এই আন্দোলন করার জন্য সব বিধায়ক তার এলাকার ব্লক ভিত্তিক বঞ্চিতদের তালিকা তৈরি করছেন তা নিয়ে আন্দোলন হবে। দীপাবলি মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়বেন। এর পাশাপাশি শান্তিনিকেতন হেরিটেজ প্লাক নিয়ে সাংসদদেরকে বেশি করে সরব হতে বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
বীরভূমে এই বিষয়ে আন্দোলন হবে। সাংসদরা কেন্দ্রের কাছে এই বিষয়ে সরব হতে বলা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজোর উদ্বোধনের সময় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আবাস যোজনায় বরাদ্দ দেওয়া হয়নি। রাস্তা নির্মাণের টাকা আসেনি। বাংলাকে ভাতে মারার চক্রান্ত চলছে। ১০০ দিনের প্রকল্পে টাকা কেন্দ্রকে দিতেই হবে। না হলে আন্দোলন বড় জায়গায় নিয়ে যাব। স্বভাবতই, কেন্দ্রকে দেওয়া ‘সময়সীমা’ শেষ হতে হাতে আর পাঁচ দিন।
advertisement
advertisement
এর মধ্যে প্রাপ্য না এলে তৃণমূল আন্দোলনমুখী হবে, তা নেতাদের কথায় স্পষ্ট। ১০০ দিনের কাজ করে পারিশ্রমিক না পাওয়া মানুষদের নিয়ে ফের দিল্লি অভিযান হবে বলে দলীয় সূত্রে খবর। এছাড়াও কলকাতা ও জেলাভিত্তিক আরও একাধিক কর্মসূচি তৃণমূল নিতে চলেছে। উৎসবের দিনগুলিকে বাদ রেখে কর্মসূচির নির্ঘণ্ট সাজাচ্ছেন নেতারা। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘কর্মসূচির রূপরেখা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত করবেন। আমরা মানুষের কাছে গিয়ে স্ববিস্তারে কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরব। আর বিজেপির বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি চলবে।’
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2023 3:20 PM IST










