Dengue Death: অকালেই সব শেষ, চিকিৎসা করতে-করতেই ডেঙ্গিতে মৃত্যু SSKM-এর তরুণ চিকিৎসকের!
- Written by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Dengue Death: ডেঙ্গি আক্রান্ত হয়ে এবার এক তরুণ চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হল।
কলকাতা: ডেঙ্গি আক্রান্ত হয়ে এবার এক তরুণ চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হল। এসএসকেএম হাসপাতালের অর্থপেডিক বিভাগের পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অনিমেষ মাজির মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। গত তিনদিন ধরে এসএসকেএম হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাল্টি অর্গান ফেইলিওর হয়ে মৃত্যু হয় ওই চিকিৎসকের।
হাসপাতাল সূত্রে খবর, মৃত চিকিৎসকের বাড়ি বাঁকুড়ায়। বয়স মাত্র ২৭ বছর। আরেকদিকে, ডেঙ্গিতে মৃত্যু হয়েছে হাওড়ার এক গৃহবধূর। হাওড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা নিতু সিং, বয়স ৩১ বছর। হাসপাতাল সূত্রে খবর, গত ১৪ তারিখ থেকে জ্বরে আক্রান্ত হন নিতু দেবী। প্রথমে হাওড়ার হাসপাতাল পরে তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
ডেঙ্গি আক্রান্ত উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি ভর্তি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। দুই তিন-দিন থেকে জ্বরে আক্রান্ত বিধায়ক। ব্লাড টেস্টে ধরা পরে ডেঙ্গি। শুক্রবার ভর্তি হয়েছেন হাসপাতালে। পুজোর সময়ও সন্তোষপুরের এক মহিলার মৃত্যু হয় ডেঙ্গিতে। তিনি কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামণি নস্কর (৪৫)।
advertisement
advertisement
পঞ্চমীর দিন ওই মৃত্যুর ঘটনা ঘটলেও গত বুধবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও রাজ্যে চলতি মরসুমে, অর্থাৎ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত কত জনের মশাবাহিত রোগে মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা কত– তা নিয়ে কোনও পরিসংখ্যান জানাতে নারাজ স্বাস্থ্য দফতর। তবে বেসরকারি সূত্রের পরিসংখ্যান বলছে, পঞ্চমীতে মৃত্যুর ঘটনা ধরলে রাজ্যে ডেঙ্গিতে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ৬৮।
advertisement
অভিজিৎ চন্দ ও দেবাশিস চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 27, 2023 11:16 AM IST








