Malda News: মালদহে যুবকের অস্বাভাবিক মৃত্যু! অভিযোগের তীর বন্ধুর দিকে, পরিবারের ভয়ঙ্কর দাবি

Last Updated:

Malda News: বন্ধুর উন্নতি সহ্য হলনা, বন্ধুকে বাড়ি থেকে ডেকে নির্জন আমবাগানে নিয়ে গিয়ে খুনের অভিযোগ আরেক বন্ধুর বিরুদ্ধে।

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত যুবকের আত্মীয়
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত যুবকের আত্মীয়
মালদহ, জিএম মোমিন: বন্ধুর উন্নতি সহ্য হল না, বন্ধুকে বাড়ি থেকে ডেকে নির্জন আমবাগানে নিয়ে গিয়ে খুনের অভিযোগ আরেক বন্ধুর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর কলোনি এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৌশিক বিশ্বাস। বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে কৌশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর আরেক বন্ধু সৌভিক মৃধা। সন্ধ্যা গড়িয়ে এলেও কৌশিক বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করতে শুরু করেন। প্রায় চার পাঁচ ঘণ্টা পর কৌশিকের বন্ধু সৌভিক মৃধা ফোন করে বলে কৌশিক অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
advertisement
advertisement
এরপর পরিবারের সদস্যরা মালদহের বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় একটি নির্জন আমবাগানে গিয়ে দেখেন কৌশিককে কোলে করে নিয়ে বসে রয়েছে তার বন্ধু সৌভিক মৃধা। ঘটনায় তড়িঘড়ি কৌশিককে উদ্ধার করে প্রথমে একটি নার্সিংহোম পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৌশিকের মামা নবকুমার সাহা অভিযোগ করে বলেন, “কৌশিককে খুন করেছে তারই বন্ধু সৌভিক মৃধা। বিগত কয়েক বছর আগে শহরের একটি শোরুমে কৌশিক ও সৌভিক একসঙ্গে কাজ করত। এরপর কৌশিক কাজ ছেড়ে দিয়ে ভাল জায়গায় কলকাতায় কাজের সুযোগ পায়। এরপর থেকেই কৌশিকের উন্নতি দেখে হিংসা হত সৌভিকের। সেই হিংসার কারণেই কৌশিককে খুন করেছে সৌভিক বলে অভিযোগ পরিবারের।” এদিকে এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মালদহে যুবকের অস্বাভাবিক মৃত্যু! অভিযোগের তীর বন্ধুর দিকে, পরিবারের ভয়ঙ্কর দাবি
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement