Sundarban Raimangal Ferry Ghat: বিপজ্জনক ফেরিঘাট, থর থর করে কাঁপে প্ল্যাটফর্ম! সুন্দরবনের এই ফেরিঘাট রাতের ঘুম কাড়ছে বাসিন্দাদের

Last Updated:

North 24 parganas Sundarban Raimangal Ferry Ghat: ফেরিঘাটের বেহাল অবস্থা আজ সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী—সবাইকে চরম দুর্ভোগে ফেলেছে। যে কোনও মুহূর্তে জেটিঘাটের থাম বসে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা

+
ঝুঁকিপূর্ণ

ঝুঁকিপূর্ণ ফেরিঘাট 

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত, বেহাল রায়মঙ্গল ফেরিঘাটে উদ্বেগ। জীবনের ঝুঁকি নিয়ে রায়মঙ্গল নদীর ফেরিঘাট পারাপার। হাজার মানুষের দুর্ভোগ – প্রশাসন কি দেখেও নীরব!
হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদীর ফেরিঘাটের বেহাল অবস্থা আজ সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী সবাইকে চরম দুর্ভোগে ফেলেছে। যে কোনও মুহূর্তে জেটিঘাটের থাম বসে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে এই ফেরিঘাটই একমাত্র ভরসা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন। একদিকে নেবুখালি বাসস্ট্যান্ড, অন্যদিকে ভাণ্ডারখালি ও সাহেবখালি সকল এলাকার মানুষ, বিশেষত ছাত্রছাত্রীদের কলেজ, হাই স্কুল এবং সরকারি দফতরে পৌঁছতে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, বহুবার বিভিন্ন দফতরে ঘাট সংস্কারের দাবি জানানো হলেও আজও কোনও সমাধান মেলেনি। বৃষ্টির দিনে জল ঢুকে ঘাট আরও বিপজ্জনক হয়ে ওঠে। নৌকা ধরতে গেলে ঘাটের কাঠের প্লাটফর্ম কাঁপতে থাকে। যেকোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে যাত্রী-সহ পুরো কাঠামো এই আতঙ্কে দিন কাটছে নিত্যযাত্রীদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলপথই সুন্দরবনের মানুষের একমাত্র যাতায়াতের ভরসা। সেই পথই যদি বিপদজনক হয়, তাহলে বিকল্প কোথায় এ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অবিলম্বে ফেরিঘাট সংস্কার করা না হলে বড়সড় প্রাণহানির আশঙ্কা রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিত্যযাত্রীদের বক্তব্য, “কতবার বলেছি, কতবার লিখেছি! তবু কোনও সুরাহা নেই। দুর্ঘটনা হলে দায় নেবে কে!” এখন নজর প্রশাসনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের যাতায়াত বন্ধ হবে কবে!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Raimangal Ferry Ghat: বিপজ্জনক ফেরিঘাট, থর থর করে কাঁপে প্ল্যাটফর্ম! সুন্দরবনের এই ফেরিঘাট রাতের ঘুম কাড়ছে বাসিন্দাদের
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement