Goa Night Club Fire: গোয়ায় নৈশক্লাবে জ্বালানো বাজি থেকেই স্ফুলিঙ্গ ছিটকে অগ্নিকাণ্ড, ক্লাবের অন্দরের নয়া ভিডিও উড়িয়ে দিল সিলিন্ডার বিস্ফোরণের দাবি

Last Updated:

সোমবার প্রকাশ্যে আসা ওই ফুটেজে দেখা যাচ্ছে, বেলি ড্যান্স ও লাইভ মিউজিক পারফরম্যান্স চলাকালীন একটি বৈদ্যুতিক বাজি জ্বালানো হয়। কয়েক মুহূর্তের মধ্যেই বাজি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বাঁশ দিয়ে ক্লাবের ছাদে গিয়ে লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন দাবালনের মতো ছড়িয়ে পড়ে উপরের কাঠের কাঠামো জুড়ে

শনিবার গভীর রাতে লেলিহান অগ্নিশিখা গিলে খায় উত্তর গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় এক জনপ্রিয় নৈশক্লাব
শনিবার গভীর রাতে লেলিহান অগ্নিশিখা গিলে খায় উত্তর গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় এক জনপ্রিয় নৈশক্লাব
গোয়া: শনিবার গভীর রাতে লেলিহান অগ্নিশিখা গিলে খায় উত্তর গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় এক জনপ্রিয় নৈশক্লাব। দাউদাউ করতে জ্বলতে থাকে গোটা নাইটক্লাব। বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। কৃর্তৃপক্ষ জানিয়েছেন, মৃতদের মধ্যে ২০ জনই ক্লাবের কর্মী। বাকি পাঁচ জন অন্য রাজ্য থেকে বেড়াতে এসেছিলেন গোয়ায়। ২৫ জনের দেহই শনাক্ত করা গিয়েছে। এই ঘটনায় গোয়া সরকারের তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
কিন্তু কীভাবে আগুন লাগল নৈশক্লাবে? সেই ইঙ্গিতই মিলল ঘটনার দিন ক্লাবের ভিতরের একটি ভিডিও ফুটেজ থেকে। সোমবার প্রকাশ্যে আসা ওই ফুটেজে দেখা যাচ্ছে, বেলি ড্যান্স ও লাইভ মিউজিক পারফরম্যান্স চলাকালীন একটি বৈদ্যুতিক বাজি জ্বালানো হয়। কয়েক মুহূর্তের মধ্যেই বাজি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বাঁশ দিয়ে ক্লাবের ছাদে গিয়ে লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন দাবালনের মতো ছড়িয়ে পড়ে উপরের কাঠের কাঠামো জুড়ে।
advertisement
রবিবার প্রকাশ্যে এসেছিল নেশক্লাবের অন্য একটি কোণ থেকে তোলা ফুটেজ। সেই ভিডিওতেও দেখা গিয়েছিল, একটি ইলেকট্রনিক ফায়ারক্র্যাকার থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গ থেকেই ক্লাবের ভিতরে থাকা অস্থায়ী জিনিসপত্রে আগুন ধরে যায়। সোমবার যে ভিডিও ফুটেজ সামনে আসে, সেই ফুটেজও রবিবারের ভিডিও ফুটেজের সঙ্গে হুবহু মিলে যায়। প্রাথমিকভাবে মনে হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে নৈশক্লাবে। কিন্তু রবিবার ও সোমবার যে ফুটেজ সামনে আসে, তা সিলিন্ডার বিস্ফোরণের প্রাথমিক দাবিকে উড়িয়ে দেয়।
advertisement
advertisement
ক্লাবটির অভ্যন্তরীন সাজসজ্জায় ব্যবহৃত হয়েছিল বাঁশের পাত, তালপাতা এবং অন্যান্য দাহ্য উপকরণ। ক্লাবের কর্মীদের মতে, সেখানকার সব আসবাব ছিল কাঠের। কাঠামোও ছিল কাঠের। তদন্তকারীদের অনুমান, সেই কারণেই আগুন আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। নিমেষে জতুগৃহে পরিণত হয় নৈশক্লাব। তদন্তকারীদের মতে, ছাদে আগুনের স্ফুলিঙ্গ লাগার নিমেষের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার সপ্তাহান্তের দিন, উপচে পড়া ভিড়, রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ ভিড়ে ঠাঁসা নাইটক্লাব। একের পর এক গান বাজাচ্ছেন ডিজে। চলছে উদ্দাম নাচ। নিমেষেই মৃত্যুফাঁদে পরিণত হয় নৈশক্লাব।
advertisement
যখন আগুন লাগে তখন প্রায় ১০০ জন ডান্স ফ্লোরে ছিলেন। নিমেষেই আতঙ্ক চড়িয়ে পড়ে। প্রাণে বেঁচে ক্লাব থেকে বার হতে শুরু হয় দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি। ঘন ধোঁয়া দ্রুত বেসমেন্ট এবং গ্রাউন্ড-ফ্লোরের রান্নাঘর ভরে দেয়। বহু হোটেলকর্মী ও পর্যটক বাঁচতে দৌড়ে নীচে নামেন, কিন্তু বেরোনোর পথ ছিলনা বলে সেখানেই আটকে পড়েন। বেশিরভাগেরই মৃত্যু হয় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Night Club Fire: গোয়ায় নৈশক্লাবে জ্বালানো বাজি থেকেই স্ফুলিঙ্গ ছিটকে অগ্নিকাণ্ড, ক্লাবের অন্দরের নয়া ভিডিও উড়িয়ে দিল সিলিন্ডার বিস্ফোরণের দাবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন
কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন
  • কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা

  • আগামী সাত দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের নেই

  • নতুন করে তাপমাত্রা না কমলে জাঁকিয়ে শীত এখনই অনুভব করা যাচ্ছে না

VIEW MORE
advertisement
advertisement