Crime News: অবৈধভাবে আপেল পাচার! নকশালবাড়িতে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার আপেল! গ্রেফতার ২! বাজেয়াপ্ত পিকআপ! পাচারের রুট নিয়ে বাড়ছে সন্দেহ
- Reported by:BISWAJIT MISRA
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: আপেল পাচার! তাও আবার নকশালবাড়ি রুট? প্রশ্ন উঠছে। গতকাল গভীর রাতে নকশালবাড়ি পুলিশের অভিযানে পিকআপ বোঝাই আপেল বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ।
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: আপেল পাচার! তাও আবার নকশালবাড়ি রুট? প্রশ্ন উঠছে। গতকাল গভীর রাতে নকশালবাড়ি পুলিশের অভিযানে পিকআপ বোঝাই আপেল বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ বিয়ের মণ্ডপেই ‘অন্য নারীর সঙ্গে ধরা’! পলাশ মুচ্ছলকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
পুলিশ সূত্রে খবর, বৈধ নথিপত্র না পাওয়ায় পিকআপ বাজেয়াপ্ত করে ৭০ কার্টুন আপেল বাজেয়াপ্ত করা হয়। ২জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত শৈলেন্দ্র গোন্ড ও হেমচন্দ্র রাম। পুলিশ সূত্রে খবর, নেপালের ইটারি থেকে মিরিকের পশুপতি হয়ে উত্তরপ্রদেশের বারানসি যেত এই আপেল!
advertisement
advertisement
প্রশ্ন উঠছে নেপাল থেকে উত্তরপ্রদেশে জন্যই আপেল যেত তাহলে নেপাল থেকে উত্তরপ্রদেশ পাঠানো হলে নকশালবাড়ি রুট কেন, এ তো বিহারের জোগবনী রুট হতে পারত। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 11:46 PM IST











