Goa Club Fire Accident: গোয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, নৈশক্লাবে অগ্নি নিরাপত্তা লঙ্ঘন, ছিল না দমকলের ছাড়পত্রও, গ্রেফতার ক্লাবের জেনারেল ম্যানেজার

Last Updated:

শনিবার গভীর রাতে লেলিহান অগ্নিশিখা গিলে খায় উত্তর গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় এক জনপ্রিয় নৈশক্লাব। বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃতদের মধ্যে চারজন পর্যটক ছিলেন, ১৪ জন ক্লাবের কর্মচারী। আরও ৭ জনের পরিচয় এখনও জানা যায়নি

 At least 25 people were killed after a devastating fire ripped through the popular nightclub Birch by Romeo Lane late last night in Arpora, North Goa
At least 25 people were killed after a devastating fire ripped through the popular nightclub Birch by Romeo Lane late last night in Arpora, North Goa
গোয়া: শনিবার গভীর রাতে লেলিহান অগ্নিশিখা গিলে খায় উত্তর গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় এক জনপ্রিয় নৈশক্লাব। বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃতদের মধ্যে চারজন পর্যটক ছিলেন, ১৪ জন ক্লাবের কর্মচারী। আরও ৭ জনের পরিচয় এখনও জানা যায়নি। গোয়ার নৈশক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই নিখোঁজ ক্লাবের মালিকের। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই নৈশক্লাবে অগ্নি নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে। ছিল না দমকলের ছাড়পত্রও (এনওসি)! তার পরেও কী ভাবে ক্লাবটি চলছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
গোয়া পুলিশের তথ্য অনুযায়ী, রাত প্রায় ১টা নাগাদ নাইটক্লাবের রান্নাঘর সংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটে। যখন এই ঘটনা ঘটে, তখন ক্লাব ছিল ভিড়ে ঠাঁসা। ক্লাবের সদস্য, কর্মী এবং পর্যটক মিলিয়ে ছিলেন প্রায় ১০০ জনের মতো। সকলেই আনন্দ-ফূর্তি, নাচগান,খাওয়াদাওয়ায় ব্যস্ত। আচমকাই তীব্র বিস্ফোরণের শব্দে গোটা ক্লাব কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ধরে যায় গোটা নাইটক্লাবে। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকেই ক্লাবের রান্নাঘরের দিকে চলে যান। অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই ভয়াবহ আগুন লাগুন। বিকট শব্দে সিলিন্ডার ফেটে যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই গোটা ক্লাবে দাবানলের মতো আগুন ছড়িয়ে ছড়িয়ে পড়ে, বিস্ফোরণের তীব্রতার কারণে হোটেল কর্মীরা পালিয়ে বাঁচার খুব কম সময় পেয়েছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরপোরা নাইটক্লাব অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং এটিকে “অত্যন্ত মর্মান্তিক” ঘটনা বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতদের প্রতি পরিবারকে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Club Fire Accident: গোয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, নৈশক্লাবে অগ্নি নিরাপত্তা লঙ্ঘন, ছিল না দমকলের ছাড়পত্রও, গ্রেফতার ক্লাবের জেনারেল ম্যানেজার
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement