Accident: ইএম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা! লরির ধাক্কায় প্রাণ গেল বাইকের পিছনের আসনের যাত্রীর, হেলমেট ছিল না!
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
ই এম বাইপাসে বেঙ্গল কেমিক্যালের সামনে লরির ধাক্কায় সঞ্জয় দাসের মৃত্যু, তাঁর জামাই আহত। উল্টোডাঙ্গা ব্রিজে দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য!
ই এম বাইপাসে ফের প্রাণঘাতী দুর্ঘটনা। উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নামার মুখে বেঙ্গল কেমিক্যালের সামনে একটি লরির ধাক্কায় বাইকের পিছনের আসনে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় দাস (৪২)। তিনি মানিকতলা থানা এলাকার ক্যানাল সাউথ রোডের নেতাজিনগর কলোনির বাসিন্দা। এ দিন তিনি তাঁর জামাইয়ের সঙ্গে বাইকে করে লেক টাউন দিক থেকে ই এম বাইপাস ধরে বেলেঘাটার দিকে যাচ্ছিলেন। বাইকটি যখন উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নেমে বেঙ্গল কেমিক্যালের সামনে পৌঁছয়, সেই সময় পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে বলে অভিযোগ।
advertisement
advertisement
দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়েন দু’জনেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক আরোহী দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। গুরুতর আহত অবস্থায় তাঁদের বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সঞ্জয় দাসকে মৃত ঘোষণা করেন। তাঁর জামাইয়ের চিকিৎসা চলছে।
advertisement
দুর্ঘটনার পরেই লরিটি পালিয়ে যায়। এখনও পর্যন্ত অভিযুক্ত লরির খোঁজ মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার পিছনে অতিরিক্ত গতি বা অসাবধানতাই কারণ কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 11:56 PM IST









