Gold price: সোনার দামের নেপথ্যেও তাঁরই 'খেল'? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ লাফ! থামবে নাকি আরও বাড়বে?
- Published by:Tias Banerjee
Last Updated:
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববাজারে টানা ঊর্ধ্বমুখী সোনার দাম। দ্বিতীয় মেয়াদ শুরুর এক বছরের মধ্যেই আন্তর্জাতিক বাজারে সোনার দর বেড়েছে ৭০ শতাংশেরও বেশি। মঙ্গলবার প্রথমবারের জন্য প্রতি আউন্সে ৪,৭০০ ডলারের সীমা পেরিয়েছে সোনা। বৈশ্বিক বাণিজ্যিক অনিশ্চয়তা, শুল্ক যুদ্ধের আশঙ্কা এবং ডলারের দুর্বলতার জেরে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে সোনা ও রুপোর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের প্রভাব ভারতের স্থানীয় বাজারেও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
ভারতীয় মুদ্রায় হিসাব করলে (বর্তমান আনুমানিক বিনিময় হার অনুযায়ী, ১ ডলার প্রায় ৯১.৫৮ টাকা), স্পট সোনার দাম দাঁড়াচ্ছে প্রতি আউন্সে প্রায় ৪ লক্ষ ৩২ হাজার টাকা। এই দরের জেরে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
advertisement
রেকর্ড উত্থান দেখা গিয়েছে রুপোর দামেও। লেনদেনের শুরুতে স্পট রুপো প্রতি আউন্সে সর্বোচ্চ ৯৪.৭২ ডলার ছুঁলেও পরে সামান্য সংশোধনে ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৯৪.২৩ ডলারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে রুপোর দাম বেড়েছে ২০০ শতাংশেরও বেশি। ভারতীয় মুদ্রায় হিসাব করলে স্পট রুপোর দাম প্রতি আউন্সে প্রায় ৮,৬৩০ টাকা।
advertisement
advertisement
বাজার বিশ্লেষকদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থান এবং তুলনামূলক কম সুদের হার মূল্যবান ধাতুর বাজারকে আরও চাঙ্গা করেছে। তাঁদের মতে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কার্যত সোনা ও রুপোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে এবং তাঁর অপ্রচলিত নীতির জেরে এই ধাতুগুলির দামে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
advertisement
advertisement
শুল্ক যুদ্ধের আশঙ্কায় মার্কিন শেয়ার ও সরকারি বন্ডে ব্যাপক বিক্রি শুরু হওয়ায় ডলার সাম্প্রতিক সময়ে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। ২০২৫ সালের বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতি ফিরে আসার আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনা ও সুইস ফ্রাঁ-র মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞদের মতে, বছরের মাঝামাঝি যদি বাণিজ্য সংক্রান্ত সমঝোতা না হয়, তাহলে এই অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
advertisement
advertisement
advertisement
সার্বিক ভাবে ট্রাম্প প্রশাসনের নীতিগত অবস্থান এবং বৈশ্বিক বাণিজ্যিক টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দামে। ভারতে ঐতিহ্যগত ভাবে সোনার চাহিদা বেশি হওয়ায় এই আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারেও পড়তে পারে। আগামী দিনে বাণিজ্য আলোচনা কোন পথে এগোয়, তার উপরই নির্ভর করবে সোনার দামের ভবিষ্যৎ গতিপথ।







