সীমান্তে পারাপারে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন।
তবে চলতি বছরে জলপাইগুড়ি জেলার অধীনে মিলন মেলা নিয়ে ধন্দ প্রকাশ করেছেন আইজি৷ মিলন মেলা আয়োজিত হলে যেন সরকারিভাবে নিয়ম মেনে ও সরকারের অনুমোদনে আয়োজিত হয় সেই কথা জানিয়েছেন আইজি। বিএসএফের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে অনুপ্রবেশের সময় ৩৯৭ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত ১৪৯ জন ধরা পড়েছে। উত্তরবঙ্গজুড়ে বাংলাদেশের সঙ্গে ভাগ হওয়া ১০ শতাংশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। অনুপ্রবেশের চেষ্টা বাড়ায় সেই সীমান্ত এখন বিএসএফের মাথাব্যথার অন্যতম কারণ। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের এদেশে অনুপ্রবেশের চেষ্টা বিএসএফের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
আরও পড়ুন: পিরিয়ডসের সময় একেবারে কুঁকড়ে যান, ক্র্যাম্প থেকে ব্যাথা, রান্নাঘরের ছোট্ট মশলাতে বাজিমাত
আরও পড়ুন: ন্যাশনাল স্কুল গেমসে টেবিল টেনিসে স্বর্ণ পদক জয় করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করল দেবরাজ
বিএসএফ সূত্রে খবর উত্তরবঙ্গে বাংলাদেশের পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা থেকে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এই তৎপরতা রুখতে বিএসএফ বাড়তি নজরদারি শুরু করেছে। সোমবার কদমতলা ক্যাম্পে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা বলেন, “কেন্দ্রীয় সরকার দ্রুততার সঙ্গে ফাঁকা সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কথা বলেছে। সেইমত কাজ করা হচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকার সমস্ত ধরনের সহযোগিতা করছে। তাছাড়া, যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে সীমান্তে নজরদারি চালানো হচ্ছে। এজন্য প্রচুর ক্যামেরা, বায়োমেট্রিক মেশিন লাগানো হয়েছে।”
অনির্বাণ রায়





