Bangla Sahayata Kendra: জলপাইগুড়িতে বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা, কাজের পরিধি নিয়ে জরুরি তথ্য দিলেন জেলাশাসক
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri Bangla Sahayata Kendra: অফিসে ঘুরে হয়রানি থেকে মুক্তি দিতে জলপাইগুড়ি জেলায় চালু রয়েছে ‘বাংলা সহায়িকা কেন্দ্র’ ও ‘মে আই হেল্প ইউ’ দফতর। জানুন বিস্তারিত...
জলপাইগুড়ি, সুরজিৎ দে: অফিসে অফিসে ঘুরেও কাজ হয় না! এই অভিযোগ বহুদিনের। কাগজপত্র ঠিক নেই, কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না? এবার কাগজের জট ছেড়ে মিলবে নিশ্চিন্ত পরিষেবা। জলপাইগুড়িতে সাধারণ মানুষের যেকোনও সমস্যার সহায়তায় রয়েছে ‘মে আই হেল্প ইউ’ ও বাংলা সহায়িকা কেন্দ্র। কটা কেন্দ্র রয়েছে, কীভাবে এই কেন্দ্রগুলি থেকে সহায়তা মিলবে .. যাবতীয় বিষয়ে রইল বিস্তারিত।
সব সমস্যার সমাধান দিতেই জলপাইগুড়ি জেলায় জোরদার করা হয়েছে ‘বাংলা সহায়িকা কেন্দ্র’ ও ‘মে আই হেল্প ইউ’ দফতর। জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিম জানিয়েছেন, জেলার ৩৮টি জায়গায় বাংলা সহায়িকা কেন্দ্র চালু রয়েছে। জেলা শাসকের দফতর থেকে শুরু করে এসডিও অফিস-সহ বিভিন্ন সরকারি দফতরে এই কেন্দ্রগুলি সাধারণ মানুষের পাশে থাকবে। উদ্দেশ্য একটাই সরকারি পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
advertisement
advertisement
এই সহায়িকা কেন্দ্রে গেলে জমি সংক্রান্ত যেকোনও নথি, কাস্ট সার্টিফিকেট, এসআইআর সংক্রান্ত তথ্য, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন সার্টিফিকেট ও সরকারি পরিষেবার প্রক্রিয়া সম্পর্কে সঠিক দিশা পাওয়া যাবে। কোন কাগজ লাগবে, কোথায় আবেদন করতে হবে, কীভাবে ফর্ম পূরণ করবেন সবকিছুরই সমাধান মিলবে এক জায়গায়। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, বয়স্ক নাগরিক বা প্রযুক্তিতে অভ্যস্ত নন এমন অনেকের জন্য এই কেন্দ্রগুলি আশার আলো। দালাল বা অপ্রয়োজনীয় হয়রানি এড়িয়ে সরকারি পরিষেবা পেতে সাহায্য করবে এই উদ্যোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলাশাসকের কথায়, “মানুষ যেন অযথা ঘুরে না বেড়ান। সঠিক তথ্য ও সহায়তা পেলে কাজ অনেক সহজ হয়ে যায়। সেই লক্ষ্যেই বাংলা সহায়িকা কেন্দ্র ও ‘মে আই হেল্প ইউ’ দফতর।” সরকারি কাজ মানেই ভয় বা ঝক্কি -এই ধারণা ভাঙতে জলপাইগুড়িতে নতুন ভরসার নাম এখন বাংলা সহায়িকা কেন্দ্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
December 13, 2025 7:50 PM IST






