Siliguri News: ন্যাশনাল স্কুল গেমসে টেবিল টেনিসে স্বর্ণ পদক জয় করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করল দেবরাজ
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: ন্যাশনাল স্কুল গেম টেবিল টেনিস প্রতিযোগিতায় সোনা জিতলেন শিলিগুড়ির দেবরাজ ভট্টাচার্য। পরিবারের একমাত্র ছেলেকে নিয়ে আশা ছিল বাবা-মার। আগামী দিনে দেশের হয়ে খেলার স্বপ্ন রয়েছে তাঁর চোখে।
শিলিগুড়ি: ৬৮তম ন্যাশনাল স্কুল গেম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে গোল্ড মেডেল জয় করলশিলিগুড়ির দেবরাজ ভট্টাচার্য। দামানে আয়োজিত হয় আন্ডার ১৭ বয়স ইন্ডিভিজুয়াল গেমসে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন শিলিগুড়ি মার্গারেট স্কুলের ছাত্র দেবরাজ ভট্টাচার্য। সেই খেলায় অংশগ্রহণ করে গোল্ড মেডেল যেতে দেবরাজ।
স্বভাবতই পরিবারসহ খুশি গোটা শহর। সাধারণ ঘরের ছেলে হয়ে অসাধারণ প্রতিভার জন্য এখন শিলিগুড়ির গর্ব দেবরাজ। তার আশা আগামীতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।পরবর্তীতে এশিয়ান গেমস ও অলিম্পিকে সোনা জয় করে ভারতের মুখ উজ্জ্বল করবে এমনতাই তার লক্ষ্য।
শৈশব থেকেই খেলাধূলার প্রতি ছিল তাঁর আগ্রহ। মাত্র ছয় বছর বয়সে শিলিগুড়ির একটি ক্লাবে টেবিল টেনিসে ভর্তি করে তার বাবা দেবজ্যোতি ভট্টাচার্য। সেখানে কোচ অমিত দামের তত্ত্বাবধানে তার প্রশিক্ষণ চলছে। দেবরাজ বর্তমানে শিলিগুড়ি মার্গারেট স্কুলের দশম শ্রেণীর ছাত্র। মাধ্যমিক পরীক্ষা থাকায় এবার প্র্যাকটিসে কিছুটা খামতি হলেও খেলতে যাওয়ার আগে আশা কিন্তু ছাড়েননি দেবরাজ। ছেলের অনুশীলনে যাতে কোনও খামতি না থাকে, কড়া নজরদারি ছিল বাবার। ফলাফল মিলল হাতেনাতে। টেবিল টেনিসে সোনা জিতে আনলেন দেবরাজ।
advertisement
advertisement
আরও পড়ুন: Indoor Plant: লাগবে না মাটি, জলেই তরতরিয়ে বাড়বে এই সব গাছ! রইল ইনডোর প্ল্যান্টের দুরন্ত সন্ধান
আরও পড়ুন: Jalpaiguri News: পর্যটকদের জন্য দারুণ খবর! গরুমারা জঙ্গলে খুলে গেল সরকারি কটেজ!
দেবরাজ বলেন, ছয় বছর বয়স থেকে খেলতে শুরু করি, প্রতিদিনই এক্সারসাইজ বা টেবিলে প্র্যাকটিস করি। ভবিষ্যতে ইন্ডিয়া টিমে খেলতে পারি এবং দেশের জন্য যেন মেডেল আনতে পারি এটাই এখন আমার মূল লক্ষ্য। দেবরাজের বাবা দেবজ্যোতি ভট্টাচার্য জানান, ছয় বছর থেকে ছেলে টেবিল টেনিসে যুক্ত হয় এর আগেও বহু গেম খেলে জয়ী হয়েছিল। সামনে ছেলের মাধ্যমিক পরীক্ষা, অনেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চায় না কিন্তু আমরা চাই পড়াশোনার পাশাপাশি ছেলে খেলাধুলা তো এগিয়ে যাক। আমাদের বিশ্বাস আমাদের ছেলে একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2024 12:16 AM IST







