IMD West Bengal Weather: থরথর করে কাঁপবে...? হাড়কাঁপানো শীতের স্পেল দক্ষিণবঙ্গে! কোন জেলায় কত নামবে 'পারদ'? আগামী ৩ দিন কী হতে চলেছে? পূর্বাভাসে যা জানাল IMD
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
IMD West Bengal Weather: শীতের স্পেল চলবে রাজ্যে। উত্তুরে হাওয়া বইছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা এক/দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে পশ্চিমের জেলায় ১০ ডিগ্রি ছুঁতে পারে পারদ।
advertisement
advertisement
advertisement
বাঁকুড়া জেলায় শনিবার আবহাওয়া শীতল ও স্বস্তিদায়ক রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকলেও মাঝে মাঝেই আবছা রোদের দেখা মিলেছে। ভোরের দিকে হালকা কুয়াশার আবরণ থাকায় শীতের অনুভূতি ছিল কিছুটা বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেও ঠান্ডার আমেজ পুরোপুরি কাটেনি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement
advertisement
এই আবহাওয়া কৃষিকাজের পক্ষে অনুকূল বলে মনে করছেন কৃষকরা। রবি শস্যের জন্য শীতল ও শুষ্ক আবহাওয়া উপযোগী হওয়ায় মাঠের কাজকর্মে গতি এসেছে। একই সঙ্গে শহর ও গ্রামাঞ্চলে দৈনন্দিন যাতায়াত এবং অন্যান্য কাজকর্মেও কোনও বিঘ্ন ঘটেনি। তবে সকাল ও রাতের দিকে ঠান্ডা একটু বেশি থাকায় বয়স্ক ও শিশুদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
advertisement







