Darjeeling: দার্জিলিংয়ে প্রবীণদের জন্য ই–গাড়ি পরিষেবা শুরু, মহাকাল মন্দির যাত্রা এখন আরও সহজ
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Darjeeling: মন্দিরের প্রাকৃতিক অবস্থান এমন যে উঁচু পাহাড়ি পথ, সিঁড়ি এবং বাঁকানো ট্র্যাক অনেক প্রবীণ বা শারীরিকভাবে দুর্বল দর্শনার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই মন্দির পর্যন্ত যাতায়াতকে নিরাপদ ও আরামদায়ক করতে এই বিশেষ ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ের খাঁড়া পথ পেরিয়ে মহাকাল মন্দিরে পৌঁছনো বহু প্রবীণ দর্শনার্থীর পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। সেই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে অবশেষে শুরু হল বিশেষ ইলেকট্রিক গাড়ির পরিষেবা। দার্জিলিং জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনীত থাপা ম্যাল ফেস্টিভ্যালের মঞ্চে মহাকাল মন্দির কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে একটি ই–গাড়ির চাবি তুলে দেন।
advertisement
*জিটিএ সূত্রে জানা গিয়েছে, মন্দিরের প্রাকৃতিক অবস্থান এমন যে উঁচু পাহাড়ি পথ, সিঁড়ি এবং বাঁকানো ট্র্যাক অনেক প্রবীণ বা শারীরিকভাবে দুর্বল দর্শনার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই মন্দির পর্যন্ত যাতায়াতকে নিরাপদ ও আরামদায়ক করতে এই বিশেষ ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হয়েছে। গাড়িটি মন্দির কমিটিই পরিচালনা করবে এবং দর্শনার্থীর চাপ অনুযায়ী প্রতিদিন পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement









