Picnic Spot: নীল আকাশের নিচে বিশাল জলরাশি, বোটিং থেকে একান্ত সময় কাটানোর জায়গা, নতুন পিকনিক স্পটে ভিড় জমাচ্ছে মানুষ, রইল সুলুক সন্ধান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Picnic Spot: আর খোঁজাখুঁজি নয় শহরের গা ঘেঁষা এই পিকনিক স্পট এখন ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য
advertisement
1/6

ছুটির মরশুমে দূরে নয় শহরের গা ঘেঁষা এই জায়গায় এলে অনুভূতি মিলবে স্বর্গের। শীতের মরশুমে ঘোরাফেরা তো পছন্দ করেন অনেকেই। তবে তার সঙ্গে যদি বনভোজন বা পিকনিকের আসর হয়, তা কে চাইবেন না।
advertisement
2/6
উইকেণ্ডের আর দূরে নয়, মালদহ শহর লাগোয়া আমজামতলা এলাকায় এই পার্কে এলে ছুটি কাটবে আনন্দে। প্রায় ৫০ বিঘা জমির উপর তৈরি সবুজে ভরা বিশাল পার্কে রয়েছে একাধিক রকম পরিষেবা।
advertisement
3/6
ঝিলের মধ্যে বোটিং, জিপ লাইন, জিম, বাচ্চাদের জন্য খেলার সরঞ্জাম, খাবার জন্য রেস্তোরাঁ। পাশাপাশি রয়েছে একাধিক রকম দেশ-বিদেশের পশু, পাখি থেকে শতাধিক রকম বিভিন্ন প্রজাতির ফুলের বাগান ও সেলফি জোন।
advertisement
4/6
পার্কে প্রবেশের জন্য ৩০ টাকা করে এন্ট্রি ফি রয়েছে প্রতি ব্যক্তির ক্ষেত্রে। পার্কে ঘুরতে আসা এক পর্যটক রিয়া জানান, "খুব সুন্দর মনোরম পরিবেশ এই জায়গা। শীতের মরশুমে সঙ্গীকে নিয়ে একান্ত সময় কাটানোর জন্য অন্যতম মনোরম পরিবেশগত জায়গা।"
advertisement
5/6
পার্কের কর্ণধার দেবব্রত সরকার জানান, "আগামী ১৪ ডিসেম্বর থেকে পিকনিকের জন্য বুকিং নেওয়া হবে। ১৫ থেকে ২০ টি দল একসাথে এসে পিকনিক করতে পারবেন এখানে। প্রতিবছরই শীতের মরশুমে ব্যাপক ভিড় জমে। প্রতিদিন বেলাশেষে বিকেলের পর থেকেই ঢল নামে মানুষের।"
advertisement
6/6
পিকনিকের জন্য জেলার বাইরে বা বনজঙ্গল খোঁজার আর প্রয়োজন নেই। সবুজে ভরা এই পার্কে আসলে সমস্ত রকম অনুভূতি মিলবে পর্যটকদের। মালদহের যদুপুর ১ অঞ্চলের আমজামতলা এলাকার এই পার্ক এখন ভ্রমন পিপাসুদের স্বর্গ স্থান।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Picnic Spot: নীল আকাশের নিচে বিশাল জলরাশি, বোটিং থেকে একান্ত সময় কাটানোর জায়গা, নতুন পিকনিক স্পটে ভিড় জমাচ্ছে মানুষ, রইল সুলুক সন্ধান