সব সমস্যার সমাধান দিতেই জলপাইগুড়ি জেলায় জোরদার করা হয়েছে ‘বাংলা সহায়িকা কেন্দ্র’ ও ‘মে আই হেল্প ইউ’ দফতর। জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিম জানিয়েছেন, জেলার ৩৮টি জায়গায় বাংলা সহায়িকা কেন্দ্র চালু রয়েছে। জেলা শাসকের দফতর থেকে শুরু করে এসডিও অফিস-সহ বিভিন্ন সরকারি দফতরে এই কেন্দ্রগুলি সাধারণ মানুষের পাশে থাকবে। উদ্দেশ্য একটাই সরকারি পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
advertisement
এই সহায়িকা কেন্দ্রে গেলে জমি সংক্রান্ত যেকোনও নথি, কাস্ট সার্টিফিকেট, এসআইআর সংক্রান্ত তথ্য, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন সার্টিফিকেট ও সরকারি পরিষেবার প্রক্রিয়া সম্পর্কে সঠিক দিশা পাওয়া যাবে। কোন কাগজ লাগবে, কোথায় আবেদন করতে হবে, কীভাবে ফর্ম পূরণ করবেন সবকিছুরই সমাধান মিলবে এক জায়গায়। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, বয়স্ক নাগরিক বা প্রযুক্তিতে অভ্যস্ত নন এমন অনেকের জন্য এই কেন্দ্রগুলি আশার আলো। দালাল বা অপ্রয়োজনীয় হয়রানি এড়িয়ে সরকারি পরিষেবা পেতে সাহায্য করবে এই উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলাশাসকের কথায়, “মানুষ যেন অযথা ঘুরে না বেড়ান। সঠিক তথ্য ও সহায়তা পেলে কাজ অনেক সহজ হয়ে যায়। সেই লক্ষ্যেই বাংলা সহায়িকা কেন্দ্র ও ‘মে আই হেল্প ইউ’ দফতর।” সরকারি কাজ মানেই ভয় বা ঝক্কি -এই ধারণা ভাঙতে জলপাইগুড়িতে নতুন ভরসার নাম এখন বাংলা সহায়িকা কেন্দ্র।





