TRENDING:

Malda News: দিঘা-পুরি ভুলে আচমকা পর্যটকদের মন মজেছে আদিনা ফরেস্টে! কারণ জানলে আপনিও ছুটে যাবেন

Last Updated:

পর্যটকদের ভিড় বাড়ছে আদিনা ফরেস্টে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: রেকর্ড সংখ্যক ভিড় পরিযায়ী পাখির।‌ বিগত কয়েক বছরের তুলনায় এই বছর কয়েকগুণ বেশি পাখি এসেছে আদিনা ফরেস্টে।‌ শীতের মরশুম শুরুতেই এখন ফরেস্টের গাছে গাছে শুধু পাখির কলরব। পাখির ছানার পালন পালন করতে ব্যস্ত মা। এমন দৃশ্য সাধারণ দেখা যায় না। এবার অদিনা ফরেস্টে এমন দৃশ্য দেখে মন ভরছে পর্যটকদের। এই পাখির টানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা ভিড় করছেন আদিনা ফরেস্টে। বন বিভাগের পক্ষ থেকে পাখিদের জন্য নিরিবিলি পরিবেশে তৈরি করা হচ্ছে। পাশাপাশি পর্যটেরাও যেন পাখিদের দেখতে পান সেই ব্যবস্থাও করা হয়েছে।
advertisement

প্রতিবছর আদিনা ফরেস্টে পরিযায়ী পাখিরা ভিড় করে। মূলত শামুকখোল প্রজাতির পাখি এখানে আসে। মূলত মে মাস থেকে পাখিরা এখানে ভিড় করে। ফরেস্টের মধ্যে বাসা তৈরি করে। তারপর ডিম দিয়ে বাচ্চা বড় হলেই ডিসেম্বর মাসের শেষের দিকে এখান থেকে উড়ে যায় পরিযায়ী পাখির দল। এবছর মে মাস থেকেই পাখিদের আনাগোনা শুরু হয়েছিল। তখন থেকে পর্যটকদের ভিড় শুরু হয়। ইতিমধ্যে আদিনা ফরেস্ট কর্তৃপক্ষ পাখি গণনার কাজ শেষ করেছে। সেই তথ্য অনুযায়ী বিগত কয়েক বছরের তুলনায় এই বছর আর রেকর্ড সংখ্যক পাখি এসেছে। জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, এবছর আদিনা ফরেস্টে প্রায় সাড়ে ১৩ হাজার পাখি এসেছে। পাখির বাসা রয়েছে মোট ৪৩৯৬ টি। আদিনা ফরেস্টের ৩৩২টি গাছে এই পরিযায়ী পাখি বাসা বেঁধেছে। এখন প্রতিটি বাসাতেই পাখির ছানা বড় হচ্ছে।

advertisement

আরও পড়ুন: বিদেশে ব্যাপক পপুলার, এবার বাংলায় আগ্রহ বাড়ছে এই খেলায়, জুনিয়র বাংলা দলে মালদহের ৬ জন

মালদহ ডিএফও‌ জিজু জেসফার জি বলেন, “বিগত কয়েক বছরের থেকে এই বছর পাখি বেশি এসেছে। ইতিমধ্যে আমরা গণনার কাজ শেষ করেছি। এখন পর্যটকরা আসলে বাচ্চা লালন পালন করা দেখতে পারবেন। ডিসেম্বর মাস পর্যন্ত পাখি এখানে থাকবে।”

advertisement

আরও পড়ুন: সুখবর! সুখবর! ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা! কী কী নথি লাগবে? কী ভাবে করবেন আবেদন? জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

গত বছর আদিনা ফরেস্টে পাখি এসেছিল প্রায় আট হাজার। সে তুলনায় এই বছর পাখির ভিড় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগামীতে আরও পাখি বেশি আসবে বলে এমনটাই মনে করছেন ফরেস্ট কর্তৃপক্ষ। আদিনা ফরেস্টের নিরিবিলি পরিবেশ, পাখিদের বাসস্থানের মত থাকার জায়গা থাকায় এখানে পাখির দল ভিড় করছে। প্রচুর পাখি আসায় এই বছর পর্যটকেরাও ভিড় করছেন পাখি দেখতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: দিঘা-পুরি ভুলে আচমকা পর্যটকদের মন মজেছে আদিনা ফরেস্টে! কারণ জানলে আপনিও ছুটে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল