প্রতিবছর আদিনা ফরেস্টে পরিযায়ী পাখিরা ভিড় করে। মূলত শামুকখোল প্রজাতির পাখি এখানে আসে। মূলত মে মাস থেকে পাখিরা এখানে ভিড় করে। ফরেস্টের মধ্যে বাসা তৈরি করে। তারপর ডিম দিয়ে বাচ্চা বড় হলেই ডিসেম্বর মাসের শেষের দিকে এখান থেকে উড়ে যায় পরিযায়ী পাখির দল। এবছর মে মাস থেকেই পাখিদের আনাগোনা শুরু হয়েছিল। তখন থেকে পর্যটকদের ভিড় শুরু হয়। ইতিমধ্যে আদিনা ফরেস্ট কর্তৃপক্ষ পাখি গণনার কাজ শেষ করেছে। সেই তথ্য অনুযায়ী বিগত কয়েক বছরের তুলনায় এই বছর আর রেকর্ড সংখ্যক পাখি এসেছে। জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, এবছর আদিনা ফরেস্টে প্রায় সাড়ে ১৩ হাজার পাখি এসেছে। পাখির বাসা রয়েছে মোট ৪৩৯৬ টি। আদিনা ফরেস্টের ৩৩২টি গাছে এই পরিযায়ী পাখি বাসা বেঁধেছে। এখন প্রতিটি বাসাতেই পাখির ছানা বড় হচ্ছে।
advertisement
আরও পড়ুন: বিদেশে ব্যাপক পপুলার, এবার বাংলায় আগ্রহ বাড়ছে এই খেলায়, জুনিয়র বাংলা দলে মালদহের ৬ জন
মালদহ ডিএফও জিজু জেসফার জি বলেন, “বিগত কয়েক বছরের থেকে এই বছর পাখি বেশি এসেছে। ইতিমধ্যে আমরা গণনার কাজ শেষ করেছি। এখন পর্যটকরা আসলে বাচ্চা লালন পালন করা দেখতে পারবেন। ডিসেম্বর মাস পর্যন্ত পাখি এখানে থাকবে।”
গত বছর আদিনা ফরেস্টে পাখি এসেছিল প্রায় আট হাজার। সে তুলনায় এই বছর পাখির ভিড় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগামীতে আরও পাখি বেশি আসবে বলে এমনটাই মনে করছেন ফরেস্ট কর্তৃপক্ষ। আদিনা ফরেস্টের নিরিবিলি পরিবেশ, পাখিদের বাসস্থানের মত থাকার জায়গা থাকায় এখানে পাখির দল ভিড় করছে। প্রচুর পাখি আসায় এই বছর পর্যটকেরাও ভিড় করছেন পাখি দেখতে।
হরষিত সিংহ