Kali Puja 2025: টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল, জেলার বিগ বাজেট পুজোয় বড় চমক
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Kali Puja 2025: রাজস্থানের শিশ মহল থেকে মায়াপুরের চন্দ্রদ্বয় মন্দির, চোখধাঁধানো মণ্ডপসজ্জায় নজর কাড়ছে জেলার বিগ বাজেট দুই পুজো। শহরের রাস্তায় উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ রাজস্থানের শিশ মহল ও মায়াপুরের চন্দ্রদ্বয় মন্দির দেখা যাবে জেলাতেই। জলপাইগুড়ির বিগ বাজেটের দুই পুজো মন কেড়েছে প্রত্যেকের। একেবারে যেন অবিকল স্থাপত্য! রাজস্থানের শিশ মহল ও মায়াপুরের চন্দ্রদ্বয় মন্দির থিমে মুগ্ধ দর্শনার্থীরা।
আলোয়, রঙে ও থিমের ছোঁয়ায় সেজে উঠেছে জলপাইগুড়ি। কালীপুজোর উন্মাদনায় মেতে উঠেছে শহরের ক্লাবগুলি। এই বছর ৪৮ তম বর্ষে পদার্পণ করল জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের কালীপুজো। প্রতিবছরের মতোই এবারও নতুনত্বে ভরপুর তাঁদের থিম। রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক শিশ মহলের আদলে প্যান্ডেল গড়ে তোলা হয়েছে। পুরো মণ্ডপজুড়ে কাঁচ, আয়না ও রঙিন কাপড়ের নিখুঁত মেলবন্ধনে ফুটিয়ে তোলা হয়েছে রাজপ্রাসাদের রাজকীয়তা।
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোয় ‘নবাবের জেলা’য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত, মুর্শিদাবাদবাসীর জন্য বড় চমক
গম্বুজাকৃতি প্রবেশদ্বার, সোনালি অলংকরণ, ফুলেল কারুকাজে যেন রাজস্থানের ঐতিহ্য জলপাইগুড়ির বুকে জীবন্ত হয়ে উঠেছে। মণ্ডপের ভিতর কাঁচের টুকরোয় প্রতিফলিত আলোর খেলা দর্শকদের মুগ্ধ করছে। দেবী মূর্তিও কাঁচ দিয়ে তৈরি হয়েছে। আলো পড়তেই যেন দেবী নিজে জ্বলে উঠছেন।
advertisement
advertisement
অন্যদিকে জলপাইগুড়ির আরেক জনপ্রিয় পুজো ধূপগুড়ির এস.টি.এস ক্লাব তাঁদের ৫৫ তম বর্ষে একেবারে অন্য অনুভব এনেছে। থিম মায়াপুরের চন্দ্রদ্বয় মন্দির। নিখুঁত কারুকাজে তৈরি এই মন্দির সদৃশ মণ্ডপে আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে মিলেছে ঐতিহ্যের ছোঁয়া। ইতিমধ্যেই শহরের রাস্তায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। এই অনন্য থিম দেখতে দূরদূরান্ত থেকেও মানুষ ভিড় জমিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক দর্শনার্থীর কথায়, “প্রতিবছরই জলপাইগুড়ির পুজোগুলি নতুন কিছু উপহার দেয়। এবারের শিশ মহল ও চন্দ্রদ্বয় মন্দির, দু’টোই সত্যি অসাধারণ।” উত্তরবঙ্গের অন্যতম বড় বাজেটের এই পুজোগুলিকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 21, 2025 4:45 PM IST