Kali Puja 2025: কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত, মুর্শিদাবাদবাসীর জন্য বড় চমক

Last Updated:

Kali Puja 2025: ১৮৫৭ সালে গোটা ভারতবর্ষ জুড়ে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, মুর্শিদাবাদের বহরমপুরের ব্যারাক স্কোয়্যার ছিল সেই মহাবিদ্রোহের সূতিকাগার।

+
সিপাহি

সিপাহি বিদ্রোহের আদলে কালীপুজো মণ্ডপ

বহরমপুর, কৌশিক অধিকারীঃ নবাবের জেলা মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের ঐতিহাসিক ব্যারাক স্কোয়্যার মাঠ থেকেই সিপাহি বিদ্রোহের আন্দোলনের সূত্রপাত। এবার বহরমপুরে একটি কালীপুজো মণ্ডপে সেই আন্দোলন ফুটিয়ে তোলা হল।
মুর্শিদাবাদ মানেই ইতিহাস। সেখান থেকেই একটুকরো ইতিহাস বহরমপুর শহরের গোরাবাজার স্যান্টাফোকিয়া ক্লাবের কালীপুজোয় তুলে ধরা হল। ইংরেজদের অত্যাচার থেকে ইংরেজ হত্যা, মণ্ডপসজ্জায় সমস্ত কিছুই ফুটে উঠেছে। কালীপুজোর সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঢাক বাজনা সহকারে পুজোর উদ্বোধন করা হয়। এই বছর এই পুজো ৪৮ তম বর্ষে পদার্পণ করেছে।
আরও পড়ুনঃবাবার চিকিৎসা করাতে বাপের বাড়ি এসেছিলেন যুবতী, দরজার পাশে বসতেই অঘটন! ভাবতেই পারছেন না কেউ
একসময় ভারতে মাথাচাড়া দিয়েছিল ইংরেজ বিরোধী আন্দোলন! শুরু হয় স্বাধীনতার প্রথম যুদ্ধ তথা সিপাহী বিদ্রোহ! স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বহরমপুর ব্যারাক স্কোয়্যার ময়দান ওতপ্রোতভাবে জড়িত। একদা বাংলা, বিহার, উড়িষ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্পদশালী রাজধানী মুর্শিদাবাদকে তাদের রাজত্বের কেন্দ্রবিন্দু করতে ভয় পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রাজধানী সরে গিয়েছিল কলকাতায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পলাশীর যুদ্ধের কয়েক দশক পরে অর্থাৎ ১৭৮৬ সালের ২৫ এপ্রিল স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছিল মুর্শিদাবাদ। এই জেলা থেকেই প্রথম স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল। ১৮৫৭ সালে গোটা ভারতবর্ষ জুড়ে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, মুর্শিদাবাদের বহরমপুরের ব্যারাক স্কোয়্যার ছিল সেই মহাবিদ্রোহের সূতিকাগার। তাই সেই ইতিহাস জনমানসে তুলে ধরতেই এই উদ্যাগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বহরমপুর স্যান্টাফোকিয়া ক্লাবের আয়োজকেরা। এই কালীপুজো দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত, মুর্শিদাবাদবাসীর জন্য বড় চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement