নেপালি সম্প্রদায়ের সাংস্কৃতিক উৎসব ভৈলিনি ও দেওসি। দীপাবলির রাত থেকেই নেপালি সম্প্রদায়ের মেয়েরা সাংস্কৃতিক পোশাক পরে বাড়ি বাড়ি গিয়ে ভৈলিনি সঙ্গীত পরিবেশন শুরু করে। কালচিনি, জয়ঁগা, মঙলাবাড়ি, দলসিংপাড়া, রায়মাটাং এলাকায় দেখা যায় এই উৎসব। রাধা ছেত্রী নামের এক যুবতী জানান, “সংস্কৃতি বাঁচিয়ে রাখতে প্রতি বছর দীপাবলিতে এই আয়োজন করে থাকি। আমাদের প্রতিটি ঘরে ঘরে গান গাইতে ভাললাগে। তাঁরা যে যা দেয় সেটাই নিয়ে আসি।”
advertisement
আরও পড়ুনঃ অবশেষে খুলল ডুয়ার্সের ‘এই’ গেট, পর্যটকরা এখানে যা দেখতে পান, আজীবন মনে থেকে যায়
সন্ধ্যা হতেই অলিগলিতে শোনা যায় ভৈলিনি গান “ভৈলিনি আয়ো আঙ্গন মা”। নেপালি সম্প্রদায়ের মেয়েরা ঘরে ঘরে গিয়ে এই গান গেয়ে ভৈলিনি উৎসব পালন করে। এরপর নাচের আয়োজন করা হয়। সবশেষে যে যা টাকা দেয় সেটা নিয়ে চলে আসেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইরকমভাবে ছেলেরা দেওসি উৎসবের আয়োজন করেন। দেওসি গান গাইতে ছেলেরা ঘরে ঘরে যান ও গান গেয়ে ওঠেন, “ঝিলিমিলি ঝিলিমিলি দেওসি রে।” সব মিলিয়ে, নেপালি অধ্যুষিত এলাকায় এখন কান পাতলেই শোনা যায় ভৈলিনি ও দেওসির সুর।