Mirik Road Reopen: দুধিয়া-মিরিক সড়কের কাজ কতদূর...! সপ্তাহান্তে আদৌ চলবে পর্যটক-স্থানীয়দের গাড়ি? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Mirik Road Reopen: চলতি সপ্তাহের শেষে দুধিয়া-মিরিক সড়কে শুরু হতে পারে যানবাহন চলাচল। গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর উপরে বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে জোরকদমে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহেই পথ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। যদি সব কিছু পরিকল্পনা মতো চলে, তবে চলতি সপ্তাহের শেষে দুধিয়া-মিরিক সড়কে শুরু হতে পারে যানবাহন চলাচল। গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর উপরে বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে জোরকদমে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহেই পথ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
*৫ অক্টোবর ভারী বৃষ্টিতে বালাসন নদীর জল বৃদ্ধি পেয়ে দুধিয়ার লাইনে ভাঙন দেখা দেয়। তাতে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ। ফলস্বরূপ, মিরিকগামী পর্যটকরা ব্যাপক সমস্যায় পড়েন। এখনই সেতু সংস্কারের স্থায়ী কাজ সম্ভব নয় বলে সিদ্ধান্ত হয়েছে বিকল্প রাস্তায় ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement