Mirik Road Reopen: দুধিয়া-মিরিক সড়কের কাজ কতদূর...! সপ্তাহান্তে আদৌ চলবে পর্যটক-স্থানীয়দের গাড়ি? জানুন

Last Updated:
Mirik Road Reopen: চলতি সপ্তাহের শেষে দুধিয়া-মিরিক সড়কে শুরু হতে পারে যানবাহন চলাচল। গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর উপরে বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে জোরকদমে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহেই পথ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
1/7
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। যদি সব কিছু পরিকল্পনা মতো চলে, তবে চলতি সপ্তাহের শেষে দুধিয়া-মিরিক সড়কে শুরু হতে পারে যানবাহন চলাচল। গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর উপরে বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে জোরকদমে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহেই পথ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। যদি সব কিছু পরিকল্পনা মতো চলে, তবে চলতি সপ্তাহের শেষে দুধিয়া-মিরিক সড়কে শুরু হতে পারে যানবাহন চলাচল। গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর উপরে বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে জোরকদমে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহেই পথ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/7
*৫ অক্টোবর ভারী বৃষ্টিতে বালাসন নদীর জল বৃদ্ধি পেয়ে দুধিয়ার লাইনে ভাঙন দেখা দেয়। তাতে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ। ফলস্বরূপ, মিরিকগামী পর্যটকরা ব্যাপক সমস্যায় পড়েন। এখনই সেতু সংস্কারের স্থায়ী কাজ সম্ভব নয় বলে সিদ্ধান্ত হয়েছে বিকল্প রাস্তায় ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা।
*৫ অক্টোবর ভারী বৃষ্টিতে বালাসন নদীর জল বৃদ্ধি পেয়ে দুধিয়ার লাইনে ভাঙন দেখা দেয়। তাতে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ। ফলস্বরূপ, মিরিকগামী পর্যটকরা ব্যাপক সমস্যায় পড়েন। এখনই সেতু সংস্কারের স্থায়ী কাজ সম্ভব নয় বলে সিদ্ধান্ত হয়েছে বিকল্প রাস্তায় ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা।
advertisement
3/7
*হিউমপাইপ বসিয়ে নদীর ওপরে বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যেই রাস্তার মূল অংশের কাজ প্রায় শেষ হয়ে যাবে। এরপর মাটি ফেলে রাস্তা শক্ত করা হবে। এরপরই পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।
*হিউমপাইপ বসিয়ে নদীর ওপরে বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যেই রাস্তার মূল অংশের কাজ প্রায় শেষ হয়ে যাবে। এরপর মাটি ফেলে রাস্তা শক্ত করা হবে। এরপরই পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।
advertisement
4/7
*মিরিক পুরসভার প্রশাসক এল.এন. রাই জানান, “দুধিয়া হয়ে মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ যত দ্রুত সম্ভব স্বাভাবিক করা আমাদের লক্ষ্য। আমরা আশা করছি, সপ্তাহের মধ্যেই রাস্তা চালু করা সম্ভব হবে।”
*মিরিক পুরসভার প্রশাসক এল.এন. রাই জানান, “দুধিয়া হয়ে মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ যত দ্রুত সম্ভব স্বাভাবিক করা আমাদের লক্ষ্য। আমরা আশা করছি, সপ্তাহের মধ্যেই রাস্তা চালু করা সম্ভব হবে।”
advertisement
5/7
*তিনি আরও জানান, বিদ্যুৎ বিভাগের পাইপলাইন-সহ অন্যান্য অবকাঠামোও ঠিক করার কাজ চলছে। বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়তি নজর রাখছে প্রশাসন। প্রয়োজনে অতিরিক্ত মাটি ফেলে রাস্তা মজবুত করা হবে।
*তিনি আরও জানান, বিদ্যুৎ বিভাগের পাইপলাইন-সহ অন্যান্য অবকাঠামোও ঠিক করার কাজ চলছে। বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়তি নজর রাখছে প্রশাসন। প্রয়োজনে অতিরিক্ত মাটি ফেলে রাস্তা মজবুত করা হবে।
advertisement
6/7
*প্রায় ২২০ মিটার দৈর্ঘ্যের এই বিকল্প রাস্তা দিয়ে প্রথমে ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে। পরে প্রয়োজন অনুযায়ী বড় গাড়ির চলাচলও বিবেচনা করা হবে।
*প্রায় ২২০ মিটার দৈর্ঘ্যের এই বিকল্প রাস্তা দিয়ে প্রথমে ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে। পরে প্রয়োজন অনুযায়ী বড় গাড়ির চলাচলও বিবেচনা করা হবে।
advertisement
7/7
*স্থানীয় বাসিন্দাদের মতে, দুধিয়া সেতু বন্ধ থাকায় বিগত কয়েক সপ্তাহ ধরে মিরিকগামী পর্যটক ও ব্যবসায়ীরা ব্যাপক সমস্যায় পড়েছিলেন। এখন বিকল্প রাস্তাটি চালু হলে স্বস্তি ফিরবে দুধিয়া ও মিরিক অঞ্চলে।
*স্থানীয় বাসিন্দাদের মতে, দুধিয়া সেতু বন্ধ থাকায় বিগত কয়েক সপ্তাহ ধরে মিরিকগামী পর্যটক ও ব্যবসায়ীরা ব্যাপক সমস্যায় পড়েছিলেন। এখন বিকল্প রাস্তাটি চালু হলে স্বস্তি ফিরবে দুধিয়া ও মিরিক অঞ্চলে।
advertisement
advertisement
advertisement