Kali Puja 2025 : ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, হাঁ করে তাকিয়ে দেখছে গোটা জেলা! আপনিও চোখ সরাতে পারবেন না
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Kali Puja 2025 : মূর্তি তৈরির কোনও প্রথাগত শিক্ষা নেই। ইউটিউব দেখেই ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া শিখেছে মীর্তি তৈরি। এখন নিজের হাতেই প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় : মূর্তি তৈরির কোনও প্রথাগত শিক্ষা নেই। নিজেই শিখেছে মূর্তি বানানো, তাও আবার সামাজিক মাধ্যমে, ভাবা যায়! কিশোরের কাণ্ড দেখলে অবাক হয়ে যাচ্ছে বাঁকুড়া। বাঁকুড়ার লাপাহাড়ি গ্রামের এক কিশোর এলাকাজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু। মাত্র ১৭ বছরের বিশ্বজিৎ মন্ডল,এক প্রতিভাবান মূর্তি শিল্পী, যার হাতের ছোঁয়ায় মাটির মূর্তিতে প্রাণ ফিরে আসে।
প্রতিবছরের মত এই বছরেও সে নিজেই তৈরি করছে মা কালীর প্রতিমা। শুধু তাই নয়, বছরভর সে গড়ে নানা দেবদেবীর ছোট ছোট প্রতিমাও। আশ্চর্যের বিষয় হল বিশ্বজিৎ কোনও গুরুর কাছে শেখেনি। প্রতিমা গড়ার কৌশল শিখেছে ইউটিউব দেখে, নিজের আগ্রহ আর অদম্য ধৈর্যকে সঙ্গী করে।
advertisement
advertisement
এখনও ছোট মাপের প্রতিমা বানালেও, তার আত্মবিশ্বাস দৃঢ় একদিন সে গড়বে বড় ঠাকুর, নিখুঁতভাবে। বিশ্বজিতের এই গল্প মনে করিয়ে দেয় সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের নয়, শেখারও এক অসীম ক্ষেত্র। আর যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে সত্যিই মানুষ পারে সব কিছু করতে। ষষ্ঠ শ্রেণী থেকেই বিশ্বজিৎ মূর্তি বানানো শুরু করে। পড়াশোনা এবং মূর্তি বানান পাশাপাশি চালিয়ে যায় সে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শালতোড়ার লাপাহাড়ি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ তখন থেকেই একটু একটু করে মূর্তি বানানোর প্রতি আগ্রহ মজবুত করতে থাকে। বর্তমানে দ্বাদশ শ্রেণীতে কলা বিভাগের ছাত্র বিশ্বজিৎ। বিশ্বজিৎ জানিয়েছে, ইচ্ছা থাকলে সব হয়। মন থেকে যদি কেউ কিছু শিখতে চায়, তাহলে আজ-কালকার দিনে ইন্টারনেট ব্যবহার করে সবকিছুই শিখে নেওয়া যায় বিনামূল্যে। এমনটাই করে দেখিয়েছে বাঁকুড়ার কিশোর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
October 21, 2025 5:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, হাঁ করে তাকিয়ে দেখছে গোটা জেলা! আপনিও চোখ সরাতে পারবেন না