Kali Puja 2025 : ৫১ ফুটের বিশাল কালীমূর্তি বর্ধমানে! প্রতিমা তৈরি করতে কত মাটি লাগল? জানলে ভিড়মি খাবেন

Last Updated:

Kali Puja 2025 : এবারের কালীপুজোয় বর্ধমানের বিশেষ চমক ৫১ ফুটের কালী। যা নজর কাড়ছে বর্ধমানবাসীর। দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোতেও বিশেষ চমক বর্ধমানে।

+
৫১

৫১ ফুটের প্রতিমা

বর্ধমান, সায়নী সরকার: এবারের কালীপুজোয় বর্ধমানের বিশেষ চমক ৫১ ফুটের কালী, যা নজর কাড়ছে বর্ধমানবাসীর। দুর্গাপুজো মানেই বড় বড় চোখ ধাঁধানো মন্ডপ ও প্রতিমা। কিন্তু এবার দুর্গাপুজোকে টেক্কা দিতে কালীপুজোতেও বিশেষ চমক বর্ধমানে। থিম পুজোর পাশাপাশি ৫১ ফুটের বড় কালী প্রতিমা গড়ে তাক লাগিয়েছেন বর্ধমান শহরের এই ক্লাব। দুর্গাপুজোর মতোই প্রতিমা থাকবে পাঁচ দিন। যা দেখতে ভিড় জমাচ্ছেন বর্ধমানবাসী।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মা কালীর আরাধানার মেতে ওঠে গোটা বাংলা সহ বিভিন্ন জায়গার মানুষ। প্রাচীন কালে ডাকাতি করার আগে ডাকাতরা মা কালীর পুজো করে ডাকাতির উদ্যেশ্য রওনা দিত। এই কাহিনী কম বেশী সবাই জানেন। তন্ত্র পুরাণে রয়েছে দেবী কালীর একাধিক রূপ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পুজিত হন দেবী। তবে এবার দুর্গা পুজোকে টেক্কা দিয়ে কালী পুজোতেও থিমের চমক বর্ধমানে।
advertisement
advertisement
আর এই বিভিন্ন থিম পুজোর মাঝেই দর্শকদের আকর্ষণ করতে ৪৭ তম বর্ষে অতুল স্মৃতি সংঘের বিশেষ আকর্ষণ ৫১ ফুটের কালী প্রতিমা। প্রায় ৫ লক্ষ টাকা বাজেটের গড়ে উঠেছে ৫১ ফুটের কালী প্রতিমা ও মন্ডপ। পুজো চলবে প্রায় পাঁচ দিন ধরে। পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। পূর্ব বর্ধমানের নিগন চটি ও বারাসাতের মৃতশিল্পীরা তাদের হাতের নিপুন কাজে গড়ে তুলেছেন এই প্রতিমা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডাকের সাজ নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে। ক্লাবের সম্পাদক জানান, আমরা সারাবছর অপেক্ষা করে থাকি কালী পুজোয় বর্ধমানবাসীকে ভাল কিছু উপহার দেওয়ার জন্য। প্রতিবছরই আমরা বড় প্রতিমা তৈরি করি। এবার ৫১ ফুটের কালী করেছি। আগামী দিনে ৬১ ফুটের কালী প্রতিমা গড়ার ইচ্ছা আছে। উদ্যোক্তারা জানিয়েছেন এই প্রতিমা তৈরি করতে ডামন্ড হারবার থেকে আনা হয়েছে তিন গাড়ি মাটি। ওজনে কম করে হলেও ১৮ থেকে ২০ কুইন্টাল মাটি ব্যবহার করা হয়েছে প্রতিমায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : ৫১ ফুটের বিশাল কালীমূর্তি বর্ধমানে! প্রতিমা তৈরি করতে কত মাটি লাগল? জানলে ভিড়মি খাবেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement