Kali Puja 2025 : চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, ঐতিহ্য আর আধুনিকতার নিখুঁত মেলবন্ধন! দেখতে দর্শকদের হুড়োহুড়ি
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Kali Puja 2025 : এগরা শহরবাসীর কালীপুজো এবার মাতোয়ারা হয়েছে 'আলপনা'র জাদুতে। মণ্ডপজুড়ে রং-তুলির ছোঁয়ায় সুবিশাল আলপনার শৈল্পিক সজ্জা তৈরি করেছে এক চোখ ধাঁধানো পরিবেশ।
এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: এগরা শহরবাসীর কালীপুজো এবার মাতোয়ারা হয়েছে ‘আলপনা’র জাদুতে। ২৯তম বর্ষে পদার্পণ করা ঐতিহ্যবাহী ‘দ্য প্যাশান হান্ট ক্লাব’ তাদের সৃজনশীল থিম দিয়ে নজর কেড়েছে সকলের। মণ্ডপজুড়ে রং-তুলির ছোঁয়ায় সুবিশাল আলপনার শৈল্পিক সজ্জা তৈরি করেছে এক চোখ ধাঁধানো পরিবেশ। মণ্ডপের সঙ্গে মানানসই অনন্য সুন্দরী প্রতিমা দেখতে পুজোর আগেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
প্রতিবছর চমক দেওয়া এই ক্লাব থিম পুজোর পাশাপাশি একাধিক সামাজিক কর্মসূচিও গ্রহণ করেছে। পুরো মণ্ডপ সাজানো হয়েছে রং তুলির ছোঁয়ায়। প্রত্যেকটি কোণ, প্রতিটি দেয়াল, প্রতিটি স্তম্ভে আলপনা আঁকা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। মণ্ডপে ঢুকতেই দর্শনার্থীরা যেন আলো, রঙ এবং শিল্পের এক অপূর্ব জগতে প্রবেশ করছেন। চোখ ধাঁধানো রঙ, নিখুঁত বিন্যাস এবং আর্টিস্টিক ছোঁয়া মিলে একটি অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে।
advertisement
advertisement
মনমুগ্ধকর চোখ ধাঁধানো এই মন্ডপে পুজো শুরুর আগে থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। মণ্ডপে শুধু আলপনা নয়, রয়েছে অনন্য সুন্দরী প্রতিমাও। প্রতিমার গঠন, চোখের সূক্ষ্ম কায়দা, এবং সাজসজ্জার বিন্যাস সব মিলিয়ে দর্শকের মনকে মুগ্ধ করছে। দ্যা প্যাশান হান্ট ক্লাব শুধুমাত্র থিম ও মণ্ডপ সাজানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা পুজোর সময় একাধিক সামাজিক কর্মসূচিও গ্রহণ করে। এ বছর তারা এলাকা দুস্থদের বস্ত্র বিতরণের মাধ্যমে পুজোর সূচনা করে।
advertisement
এছাড়াও রয়েছে সারা বছর একাধিক কর্মসূচি। ক্লাবের অন্যতম কর্মকর্তা বুবাই জানা জানান, আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একটি সুন্দর পুজো মণ্ডপ তৈরি করা নয়, বরং সমাজের প্রতি দায়িত্ব পালন করাও। আলপনা থিমের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে চাই। দর্শনার্থীদের প্রতিক্রিয়া আমাদের প্রেরণা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ক্লাবের এবারের আলপনা থিম নিছক একটি পুজো মণ্ডপ নয়, বরং তা হয়ে উঠেছে ঐতিহ্যবাহী লোকশিল্পের এক জীবন্ত প্রদর্শনী। ২৯তম বর্ষের এই অনন্য আয়োজন প্রমাণ করল, আধুনিকতার মোড়কেও দেশীয় সংস্কৃতি ও শিল্পকে সসম্মানে তুলে ধরা সম্ভব। শুধু পুজো নয়, সামাজিক অঙ্গীকারের পথে হেঁটে এই ক্লাব এগরা শহরবাসীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 21, 2025 3:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, ঐতিহ্য আর আধুনিকতার নিখুঁত মেলবন্ধন! দেখতে দর্শকদের হুড়োহুড়ি