Alipurduar News: দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে? জেনে নিন এর গুরুত্ব

Last Updated:

Alipurduar News: নেপালি অধ‍্যুষিত এলাকায় এখন কান পাতলেই শোনা যায় ভৈলিনি ও দেওসির সুর। ভৈলিনি ও দেওসি এখন আর শুধু গানের মধ‍্যে সীমাবদ্ধ নেই, এটি একটি উৎসবে পরিণত হয়েছে।

+
ভৈলিনী

ভৈলিনী গান গাইছে মেয়েরা

আলিপুরদুয়ার, অনন‍্যা দেঃ ভাইফোঁটার সময় নেপালি সম্প্রদায়ের ভাইয়েরা বোনকে ও বোনেরা ভাইকে উপহার দেওয়ার জন‍্য দেওসি ও ভৈলিনি গানের আয়োজন করে। গোর্খা সম্প্রদায় অধ‍্যুষিত এলাকায় দীপাবলির পর এই গানগুলি গেয়ে থাকেন গোর্খা সম্প্রদায়ের ছেলেমেয়েরা। নেপালি অধ‍্যুষিত এলাকায় এখন কান পাতলেই শোনা যায় ভৈলিনি ও দেওসির সুর। ভৈলিনি ও দেওসি এখন আর শুধু গানের মধ‍্যে সীমাবদ্ধ নেই, এটি একটি উৎসবে পরিণত হয়েছে।
নেপালি সম্প্রদায়ের সাংস্কৃতিক উৎসব ভৈলিনি ও দেওসি। দীপাবলির রাত থেকেই নেপালি সম্প্রদায়ের মেয়েরা সাংস্কৃতিক পোশাক পরে বাড়ি বাড়ি গিয়ে ভৈলিনি সঙ্গীত পরিবেশন শুরু করে। কালচিনি, জয়ঁগা, মঙলাবাড়ি, দলসিংপাড়া, রায়মাটাং এলাকায় দেখা যায় এই উৎসব। রাধা ছেত্রী নামের এক যুবতী জানান, “সংস্কৃতি বাঁচিয়ে রাখতে প্রতি বছর দীপাবলিতে এই আয়োজন করে থাকি। আমাদের প্রতিটি ঘরে ঘরে গান গাইতে ভাললাগে। তাঁরা যে যা দেয় সেটাই নিয়ে আসি।”
advertisement
আরও পড়ুনঃ অবশেষে খুলল ডুয়ার্সের ‘এই’ গেট, পর্যটকরা এখানে যা দেখতে পান, আজীবন মনে থেকে যায়
সন্ধ্যা হতেই অলিগলিতে শোনা যায় ভৈলিনি গান “ভৈলিনি আয়ো আঙ্গন মা”। নেপালি সম্প্রদায়ের মেয়েরা ঘরে ঘরে গিয়ে এই গান গেয়ে ভৈলিনি উৎসব পালন করে। এরপর নাচের আয়োজন করা হয়। সবশেষে যে যা টাকা দেয় সেটা নিয়ে চলে আসেন তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইরকমভাবে ছেলেরা দেওসি উৎসবের আয়োজন করেন। দেওসি গান গাইতে ছেলেরা ঘরে ঘরে যান ও গান গেয়ে ওঠেন, “ঝিলিমিলি ঝিলিমিলি দেওসি রে।” সব মিলিয়ে, নেপালি অধ‍্যুষিত এলাকায় এখন কান পাতলেই শোনা যায় ভৈলিনি ও দেওসির সুর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে? জেনে নিন এর গুরুত্ব
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement