আলোয়, রঙে ও থিমের ছোঁয়ায় সেজে উঠেছে জলপাইগুড়ি। কালীপুজোর উন্মাদনায় মেতে উঠেছে শহরের ক্লাবগুলি। এই বছর ৪৮ তম বর্ষে পদার্পণ করল জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের কালীপুজো। প্রতিবছরের মতোই এবারও নতুনত্বে ভরপুর তাঁদের থিম। রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক শিশ মহলের আদলে প্যান্ডেল গড়ে তোলা হয়েছে। পুরো মণ্ডপজুড়ে কাঁচ, আয়না ও রঙিন কাপড়ের নিখুঁত মেলবন্ধনে ফুটিয়ে তোলা হয়েছে রাজপ্রাসাদের রাজকীয়তা।
advertisement
গম্বুজাকৃতি প্রবেশদ্বার, সোনালি অলংকরণ, ফুলেল কারুকাজে যেন রাজস্থানের ঐতিহ্য জলপাইগুড়ির বুকে জীবন্ত হয়ে উঠেছে। মণ্ডপের ভিতর কাঁচের টুকরোয় প্রতিফলিত আলোর খেলা দর্শকদের মুগ্ধ করছে। দেবী মূর্তিও কাঁচ দিয়ে তৈরি হয়েছে। আলো পড়তেই যেন দেবী নিজে জ্বলে উঠছেন।
অন্যদিকে জলপাইগুড়ির আরেক জনপ্রিয় পুজো ধূপগুড়ির এস.টি.এস ক্লাব তাঁদের ৫৫ তম বর্ষে একেবারে অন্য অনুভব এনেছে। থিম মায়াপুরের চন্দ্রদ্বয় মন্দির। নিখুঁত কারুকাজে তৈরি এই মন্দির সদৃশ মণ্ডপে আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে মিলেছে ঐতিহ্যের ছোঁয়া। ইতিমধ্যেই শহরের রাস্তায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। এই অনন্য থিম দেখতে দূরদূরান্ত থেকেও মানুষ ভিড় জমিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক দর্শনার্থীর কথায়, “প্রতিবছরই জলপাইগুড়ির পুজোগুলি নতুন কিছু উপহার দেয়। এবারের শিশ মহল ও চন্দ্রদ্বয় মন্দির, দু’টোই সত্যি অসাধারণ।” উত্তরবঙ্গের অন্যতম বড় বাজেটের এই পুজোগুলিকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশ।