Student Credit Card: সুখবর! সুখবর! ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা! কী কী নথি লাগবে? কী ভাবে করবেন আবেদন? জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

Last Updated:

Student Credit Card: একজন শিক্ষার্থী ৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণের জন্য আবেদন করতে পারবে। যে কোনও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলেই ঋণের জন্য আবেদন করা যাবে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলেও আবেদন করা যাবে।

+
সুখবর!

সুখবর! ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন!

মালদহ: অর্থের অভাবে বন্ধ হবে না উচ্চ শিক্ষা। বিভিন্ন স্কলারশিপ তো রয়েছেই, রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য বিশেষ প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা ব্যাঙ্ক থেকে সরাসরি ঋণ নিতে পারছেন। যে কোনও উচ্চ শিক্ষার জন্য দেওয়া হবে এই টাকা।
টাকা পাওয়ার যোগ্যতা : মাধ্যমিক থেকে শুরু হচ্ছে এই প্রকল্পের সুবিধা। যে কোনও ধরণের পেশাদারী কোর্স-সহ বিভিন্ন বিষয়ে পড়ার জন্য ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি পোর্টাল করা হয়েছে। সেখানে আবেদন করা যাবে। আবেদন করার জন্য পড়ুয়াদের কোথায় যাওয়ার প্রয়োজন নেই। নিজেরাই নিজেদের মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে।
advertisement
একজন শিক্ষার্থী ৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণের জন্য আবেদন করতে পারবে। যে কোনও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলেই ঋণের জন্য আবেদন করা যাবে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলেও আবেদন করা যাবে। এছাড়াও এই ঋণের টাকায় কোর্স ফি হোস্টেল ফি দিতে পারবেন পড়ুয়ারা।
advertisement
প্রকল্পের সুবিধা:
সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। প্রতিবছর খুব সামান্য সুদ দিতে হবে তার জন্য। সর্বোচ্চ ১৫ বছরে এই ঋণ পরিশোধের সুযোগ থাকছে পড়ুয়াদের কাছে। মালদহ জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ঋণ নেওয়ার জন্য। যে কোনও পড়ুয়া এখানে আবেদন করতে পারবেন। কোথাও যেন কোন সমস্যায় না পড়ে ছাত্র-ছাত্রীরা তার জন্য আমাদের দফতরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া হচ্ছে।
advertisement
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনের জন্য পড়াশোনার যাবতীয় তথ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য প্রদান করলেই ব্যাংকের মাধ্যমে এই ঋণ ছাত্রছাত্রীরা পাবেন। রাজ্য সরকারের লক্ষ্য কোন দুস্থ মেধাবী পড়ুয়া যেন টাকার অভাবে পড়াশোনা না ছাড়ে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেকেই সুবিধা পাচ্ছেন। উচ্চ শিক্ষার জন্য এগিয়ে যাচ্ছেন।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Student Credit Card: সুখবর! সুখবর! ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন পড়ুয়ারা! কী কী নথি লাগবে? কী ভাবে করবেন আবেদন? জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement