Diwali: বাজিমেলা থেকে বিপুল লাভ আলিপুরদুয়ারে, টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরবে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
সবুজ আতসবাজি বিক্রি করেই বাজিমাত আলিপুরদুয়ার শহরের ব্যবসায়ীদের। বিশেষ করে ছোটদের জন্য তৈরি সবুজ আতশবাজি ব্যবসায়ীদের ঘরে লক্ষ্মী এনে দিল
আলিপুরদুয়ার,অনন্যা দে: সবুজ আতসবাজি বিক্রি করেই বাজিমাত আলিপুরদুয়ার শহরের ব্যবসায়ীদের। বিশেষ করে ছোটদের জন্য তৈরি সবুজ আতশবাজি ব্যবসায়ীদের ঘরে লক্ষ্মী এনে দিল। এ’বছর বাজিমেলায় লাভের অঙ্ক বৃদ্ধি পেয়েছে প্রতিটি ব্যবসায়ীর। এমু এগ এবং শক্তিমান বাজি বিকোচ্ছে ব্যাপকহারে।
এ’বছর দীপাবলিতে বাজিমেলায় বিক্রি হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার বাজি। এই টাকার সংখ্যা আরও বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে বসেছে সবুজ বাজি মেলা। পরিবেশবান্ধব বাজি বিক্রির উদ্যোগ নিয়েছে প্রশাসন। গত ১৪ অক্টোবর থেকে শুরু হয় এই মেলা। দীপাবলি পার করেও চলবে মেলা। দীপাবলির মেলায় এমু এগ এবং শক্তিমান বাজি বেশি পরিমাণে বিক্রি হয়েচে। বাটারফ্লাই বাজিও বিক্রি হয়েছে এই মেলায়। ব্যবসায়ীদের মতে প্রতিটি বাজি শিশুদের পছন্দের। প্রথম থেকেই ছিল চাহিদার তুঙ্গে।
advertisement
এমু এগ বাজিতে দেখা গিয়েছে দুটি এমু পাখিকে, যার সুতোতে আগুন দেওয়ার পর তা ফেটে যায়। পরবর্তীতে একটি ডিম পরে থাকে। সেটিও কিছুক্ষণের মধ্যে ফেটে রঙিন আলো বার হয়। শক্তিমান বাজিটি শক্তিমান চরিত্রের মতো মাটি থেকে আকাশ পর্যন্ত ঘুরে ঘুরে উঠে যায়। বাটারফ্লাই বাজি প্রজাপতির মত শব্দ করে এবং বিভিন্ন রং ছড়ায়। ব্যবসায়ী সুমন সাহা জানিয়েছেন, ” দীপাবলি মানে আলোর উৎসব। আলিপুরদুয়ার জেলায় দীপাবলি থেকে ছট পুজো পর্যন্ত আতসবাজি পোড়ানো হয়। শিশুরা বাজি পোড়াতে বেশি ভালবাসে। তাদের কথা মাথায় রেখেই এই মজার বাজিগুলি আনা হয়েছিল। আমরা ভাবতেও পারিনি এত বেশি পরিমাণে বিক্রি হয়ে যাবে। “
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2025 2:43 PM IST