Malda News: বিদেশে ব্যাপক পপুলার, এবার বাংলায় আগ্রহ বাড়ছে এই খেলায়, জুনিয়র বাংলা দলে মালদহের ৬ জন

Last Updated:

এই খেলার প্রতি আগ্রহ বাড়াতে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সফট বল অ্যাসোসিয়েশন।

+
মালদহের

মালদহের সফট বল খেলোয়াড়েরা

মালদহ: বিদেশে প্রচলন রয়েছে তবে আমাদের দেশে বা রাজ্যে এই খেলার এখনও সেইভাবে প্রভাব বিস্তার করেনি। সাধারণ এই খেলা, খেলতে দেখতে পাওয়া যায় স্থানীয় কোন প্রতিযোগিতায়। এই খেলা নিয়ে তেমন আগ্রহ দেখা যায় না সরকারী বা বেসরকারী কোন ক্রীড়া সংস্থার। তবে ইদানিং বিদেশি এই খেলায় বর্তমান প্রজন্মের আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন কলেজে কলেজে এই খেলা নিয়ে কর্মশালা করা হচ্ছে। পড়ুয়া বা আগ্রহী খেলোয়াড়দের মধ্যে এই খেলার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আর তাতেই কয়েক বছরে ভাল ফল মিলেছে। ইতিমধ্যে রাজ্য ও জাতীয় স্তরে দল তৈরি হচ্ছে। এই খেলায় আগ্রহ থাকায় মালদহের উঠতি বেশ কয়েকজন খেলোয়াড় রাজ্য বা জাতীয় স্তরের সুযোগ করে নিয়েছে। এই খেলার নাম সফট বল।‌এই খেলার পরিকাঠামো এতদিন ছিল না। ধীরে ধীরে পরিকাঠামো তৈরি হচ্ছে।
advertisement
এই খেলার প্রতি আগ্রহ বাড়াতে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সফট বল অ্যাসোসিয়েশন। রিয়া রায় বলেন, কলেজে এই খেলার কর্মশালা হয়েছিল। তখন থেকেই আগ্রহ প্রকাশ করি। প্রায় এক বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছি। বাংলা দলের সুযোগ পেয়েছি। আশা করছি আগামীতে এই খেলার ভবিষ্যৎ ভাল আছে। ধীরে ধীরে এই খেলার সঙ্গে সকলেই পরিচিত হচ্ছে। আমাদের মাধ্যমে আরও অনেকেই পরিচিত যেন হয় সেই প্রচেষ্টা করছি।
advertisement
advertisement
ইতিমধ্যে মালদহের ছয় জন জুনিয়র বাংলা দলে সুযোগ করে নিয়েছে। বাংলার মহিলা ও পুরুষ সফটবল দলে মালদহের খেলোয়াড়েরা সুযোগ করে নিয়েছে। আগামী ডিসেম্বর মাসে পূর্বাঞ্চল মিট রয়েছে।‌কোচবিহারে সফট বল পূর্বাঞ্চল মিট অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সফট বল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় খেলোয়াড় সিলেকশন করা হয়েছিল। এই সিলেকশন ট্রায়ালের মাধ্যমেই মালদহের খেলোয়াড়েরা বাংলা দলের সুযোগ করে নিয়েছে।তেমন পরিকাঠামো এখনও তৈরি হয়নি মালদহে। মালদহ কলেজে অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে একটি কর্মশালা করা হয়েছিল। সেখানে আগ্রহ পড়ুয়ারা এই খেলার প্রতি ইচ্ছা প্রকাশ করে। তারপরেই তাদের নিয়ে কোচ অসিত পাল শুরু করেন প্রশিক্ষণ। কোচ অসিত পাল বলেন, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদহ কলেজে কর্মশালা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে আমরা প্রচেষ্টা করছি এই খেলায় আগ্রহ বাড়াতে। মালদহের ছয় জন বাংলা দলের সুযোগ পেয়েছে।
advertisement
প্রায় এক বছর প্রশিক্ষণেই মিলছে সাফল্য। আগামীতে এই খেলার ভবিষ্যৎ রয়েছে বলে জানান কোচ সহ উঠতি খেলোয়াড়েরা। আগামীতে এই খেলা ব্যাপক হারে প্রসারিত হবে বিভিন্ন প্রান্তে এমনটাই মনে করছেন বর্তমান খেলোয়াড় থেকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
Harshit Singh
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বিদেশে ব্যাপক পপুলার, এবার বাংলায় আগ্রহ বাড়ছে এই খেলায়, জুনিয়র বাংলা দলে মালদহের ৬ জন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement