Kali Puja 2025: ছোট্ট মন্দিরে পূজিতা জাগ্রত দেবী, ২৫০ বছর ধরে ভক্তদের আরাধ্যা দেবী ‘পায়রা কালী’
- Reported by:Nilanjan Banerjee
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kali Puja 2025: দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন গোটা বছর। মায়ের দর্শন পেতে এবং মনস্কামনা পূর্ণ করতে।
সোনামুখীর পায়রা কালী হল বাঁকুড়ার সোনামুখীর একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী প্রতিমা, যার নামকরণ করা হয়েছে পায়রা থেকে, এই মিষ্টি নাম ছড়িয়েছে দূর দূরান্ত পর্যন্ত। মানুষ এক বাক্য চেনে পায়রা কালী। 'পায়রা কালী' নামটি এখনও রয়ে গেছে। এটি সোনামুখীর বিভিন্ন কালী প্রতিমার মধ্যে একটি, যার মধ্যে ক্ষ্যাপা কালী, মাইতো কালী এবং হটনগর কালীও অন্তর্ভুক্ত। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








