Jalpaiguri:বর্বরতার সব সীমা পার,তিন যুবক মিলে দাদার স্ত্রীর সঙ্গে যা করল, গোটা এলাকায় 'আগুন জ্বলছে'
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলব, এই হুমকি দিয়ে দাদার স্ত্রীর সঙ্গে যা করল তিনজন, নিন্দার ঝড় এলাকা জুড়ে
জলপাইগুড়ি, সুরজিৎ দে: কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলব, এই হুমকি দিয়ে দাদার স্ত্রীর সঙ্গে যা করল তিনজন, নিন্দার ঝড় এলাকা জুড়ে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বারীকামারি কালীহাট অঞ্চলে।
অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে একা ছিলেন মহিলা। সেই সুযোগে তিন যুবক হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে মহিলাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী সুকুমার সরকার পেশায় সবজি বিক্রেতা। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। রাত দশটা নাগাদ তিনি উঠোনে বাসন মাজছিলেন। সেই সময় অভিযুক্তরা বাড়িতে ঢুকে পড়ে। যাওয়ার আগে তারা নির্যাতিতাকে হুমকি দেয়, ” কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলব।”
advertisement
ভয়ে প্রথমে মুখ খুলতে পারেননি নির্যাতিতা। পরে স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ সরকারের পরামর্শে স্বামীকে সব জানান এবং ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে গৌরাঙ্গ রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অন্য দুই অভিযুক্ত এখনও পলাতক, তাদের সন্ধানে তল্লাশি চলছে।
advertisement
পঞ্চায়েত সদস্য গণেশ সরকার বলেন, ” এই ঘটনা মানবিকতার সীমা ছাড়িয়ে গেছে। সমাজে এমন বর্বরতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের যেন কঠোর শাস্তি হয়।” ধৃত অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি দুই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে। ময়নাগুড়ির এই ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা, প্রশাসনের কাছে তারা দ্রুত বিচার দাবি করেছেন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
October 21, 2025 1:11 PM IST