TRENDING:

Siliguri News: ৮ ঘণ্টার কাজ ৮ মিনিটে! চাষিদের নতুন দিশা দেখানোর পাশাপাশি বেকারদের জন্য আসছে নতুন প্রকল্প

Last Updated:

আধুনিক পদ্ধতিতে চাষিদের চাষের কাজের সময় কমে যাওয়ার পাশাপাশি বেকারদের হবে কর্মসংস্থান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: এবার উত্তরবঙ্গের কৃষকরাও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে করবেন কৃষিকাজ। প্রশাসনিক কাজে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। এ বার কৃষিকাজেও নেওয়া হচ্ছে ড্রোনের সুবিধা। উত্তরবঙ্গের চাষিদের সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ের জন্য এই প্রযুক্তির ব্যবহার নিয়ে মাঝে মধ্যেই এমন কর্মশালার আয়োজন করে থাকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ। ড্রোন এবং এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এর মাধ্যমে কি করে চাষের জমিতে রাসায়নিক সার এবং জৈব কীটনাশক প্রয়োগ করা যাবে সেসব নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে কোফাম। কি করে কৃষকরা স্মার্ট কৃষক হয়ে উঠবে সেটাই তাদের মূল উদ্দেশ্য।
advertisement

প্রশিক্ষক অমরেন্দ্র পান্ডে বলেন, ‘‘এত দিন এক একর জমিতে চাষিদের কীটনাশক বা সার প্রয়োগ করতে প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা লেগে যেত। ড্রোনের মাধ্যমে মাত্র ৮ মিনিটে এক একর জমিতে কীটনাশক অথবা রাসায়নিক সার স্প্রে করতে পারবেন চাষিরা। এর ফলে তাঁদের সময়, শ্রম এবং অর্থ— তিনটিই সাশ্রয় হবে।’’ এছাড়াও এআই এর মাধ্যমে কোন ফসল খারাপ হয়েছে সেটাও ধরে ফেলতে পারবে ড্রোন। এই সমস্ত বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা হয়েছে। তার কিভাবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে চাষাবাদ করতে পারবেন সেই জিনিসই শেখানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: হোমস্টে ঘিরে কাঞ্চনজঙ্ঘা! সারাদিনের সঙ্গী নির্জনতা, প্রেম! হতেই পারে আপনার হানিমুন ডেস্টিনেশন

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এছাড়াও বিভিন্ন চা বলয় থেকে শিক্ষিত ছেলে মেয়েদের কি করে ড্রোন প্রশিক্ষণ দেওয়া যায় সেই বিষয় নিয়েও ভাবছেন তারা। কারণ কেউ যদি ড্রোন ওড়াতে শিখে যায় তাহলে সেখান থেকে ওই ছেলে মেয়েদের একটা রোজগারের পথ খুলে যাবে। এই বিষয় নিয়ে অমরেন্দ্র বাবু বলেন, ‘আমরা একটা নতুন প্রকল্প চালু করছি সেটা হল ড্রোন সাথী। এই প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যোগ্য ছেলেদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেব। তারা যদি একবার এই জিনিস শিখে যায় তাহলে তারা অনেক উপার্জন করতে পারবে বলে আমার বিশ্বাস।’ উত্তরবঙ্গের কৃষি ক্ষেত্রে এই ড্রোন এবং এআই এর ব্যবহার এক যুগান্তকারী বিপ্লব আনবে বলেই মনে করছেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১২ হাজার টাকা বিনিয়োগে লাভ ৬০ হাজার! চাষের কৌশলে বদল, 'এই' চাষ করে অঢেল কামাচ্ছেন চাষিরা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: ৮ ঘণ্টার কাজ ৮ মিনিটে! চাষিদের নতুন দিশা দেখানোর পাশাপাশি বেকারদের জন্য আসছে নতুন প্রকল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল