Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
ছোটবেলা থেকেই বেশ মেধাবী পড়ুয়া সত্যম। পড়াশোনা নিয়ে আগাগোড়াই বেশ আগ্রহ তার। দিনে প্রায় তিন থেকে চার ঘণ্টা নিজেই পড়াশোনা করত সত্যম। তবে মাধ্যমিকের মেধা তালিকায় নাম উঠবে তার. এটা সে ভাবতেই পারেনি। মেধা তালিকায় স্থান পেয়ে বেশ খুশি সে।
advertisement
সত্যম বণিক জানায়, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ অনেকটা সময় ধরে পড়াশোনা সে করত না। সারা দিনে টিউশন পড়ার পাশাপাশি সে নিজে মাত্র তিন থেকে চার ঘণ্টা করে পড়াশোনা করত। তবে মাধ্যমিকে ভাল ফল করার জন্য বেশি পড়ার চাইতে জরুরি বারবার রিভিশন। এছাড়াও যে সময় বিষয় নিয়ে ভয় রয়েছে, সেই বিষয়গুলির প্রতি একটু বেশি মনোযোগ হওয়া। তবে শিক্ষকদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গৃহশিক্ষক হোক কিংবা হোক বিদ্যালয়ের শিক্ষক তাঁদের কাছ থেকে যে গুরুত্বপূর্ন পরামর্শ পাওয়া যেত তা অনুসরণ করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি। এই সমস্ত বিষয় মেনে পড়াশোনা করলে, খুব সহজেই ভাল ফল করা সম্ভব বলে মনে করে সত্যম।
আরও পড়ুন-ভয়াবহ ধস উত্তর সিকিমে! আটকে ৪০০ পর্যটক, উদ্ধার করল ভারতীয় সেনা
আরও পড়ুন-রোগীর পরিবারের মোবাইলে চোখ চোরেদের! কালচিনি হাসপাতালে নয়া উপদ্রব, তোলপাড় এলাকা
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে এবং ছবি আঁকতে ভাল লাগলে সত্যম। ফুটবল ও ক্রিকেট তাঁর অত্যন্ত প্রিয়। মাধ্যমিকে পরীক্ষার আগেও সে পাড়ার মাঠে ফুটবল খেলতে যাওয়ার জন্য মায়ের কাছে বকুনি খেয়েছে। তবে ভাল ফল করার পর তার বাবা এবং মা অত্যন্ত খুশি। পরীক্ষার ফলাফল বার হওয়ার আগে থেকেই সত্যম বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। আগামী দিনে সে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে একজন জেলাশাসক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তাই সেই জন্য সে ধীরে ধীরে প্রস্তুতিও নিতে শুরু করেছে। তবে এছড়াও নিট, জেইই এবং আইআইটি পরীক্ষায় বসার ও খুব ইচ্ছে রয়েছে তার।
সার্থক পন্ডিত