TRENDING:

Madhyamik Result 2023: মাধ্যমিকে গোটা রাজ্যে সপ্তম! কী ভাবে প্রস্তুতি নিয়েছিল সত্যম, ফাঁস বিরাট রহস্য

Last Updated:

Madhyamik Result 2023: ছোটবেলা থেকেই বেশ মেধাবী পড়ুয়া সত্যম। পড়াশোনা নিয়ে আগাগোড়াই বেশ  আগ্রহ তার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। মেধা তালিকার এক থেকে দশের মধ্যে রয়েছে কোচবিহার জেলার তিন কৃতি।  মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নেওয়াটা মোটেই সহজ কাজ নয়। মেধা তালিকায় কোচবিহারের যে কৃতী ছাত্র সপ্তম স্থান অধিকার করেছে, তাঁর নাম সত্যম বণিক। কোচবিহার সদর শহরের কলাবাগান এলাকায় বাড়ি সত্যমের।
advertisement

Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023

ছোটবেলা থেকেই বেশ মেধাবী পড়ুয়া সত্যম। পড়াশোনা নিয়ে আগাগোড়াই বেশ  আগ্রহ তার। দিনে প্রায় তিন থেকে চার ঘণ্টা নিজেই পড়াশোনা করত সত্যম। তবে মাধ্যমিকের মেধা তালিকায় নাম উঠবে তার. এটা সে ভাবতেই পারেনি। মেধা তালিকায় স্থান পেয়ে বেশ খুশি সে।

advertisement

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

View More

সত্যম বণিক জানায়, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ অনেকটা সময় ধরে পড়াশোনা সে করত না। সারা দিনে টিউশন পড়ার পাশাপাশি সে নিজে মাত্র তিন থেকে চার ঘণ্টা করে পড়াশোনা করত। তবে মাধ্যমিকে ভাল ফল করার জন্য বেশি পড়ার চাইতে জরুরি বারবার রিভিশন। এছাড়াও যে সময় বিষয় নিয়ে ভয় রয়েছে, সেই বিষয়গুলির প্রতি একটু বেশি মনোযোগ হওয়া। তবে শিক্ষকদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গৃহশিক্ষক হোক কিংবা হোক বিদ্যালয়ের শিক্ষক তাঁদের কাছ থেকে যে গুরুত্বপূর্ন পরামর্শ পাওয়া যেত তা অনুসরণ করে পড়াশোনা করা অত্যন্ত জরুরি। এই সমস্ত বিষয় মেনে পড়াশোনা করলে, খুব সহজেই ভাল ফল করা সম্ভব বলে মনে করে সত্যম।

advertisement

আরও পড়ুন-ভয়াবহ ধস উত্তর সিকিমে! আটকে ৪০০ পর্যটক, উদ্ধার করল ভারতীয় সেনা

আরও পড়ুন-রোগীর পরিবারের মোবাইলে চোখ চোরেদের! কালচিনি হাসপাতালে নয়া উপদ্রব, তোলপাড় এলাকা

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে এবং ছবি আঁকতে ভাল লাগলে সত্যম। ফুটবল ও ক্রিকেট তাঁর অত্যন্ত প্রিয়। মাধ্যমিকে পরীক্ষার আগেও সে পাড়ার মাঠে ফুটবল খেলতে যাওয়ার জন্য মায়ের কাছে বকুনি খেয়েছে। তবে ভাল ফল করার পর তার বাবা এবং মা অত্যন্ত খুশি। পরীক্ষার ফলাফল বার হওয়ার আগে থেকেই সত্যম বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। আগামী দিনে সে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে একজন জেলাশাসক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তাই সেই জন্য সে ধীরে ধীরে প্রস্তুতিও নিতে শুরু করেছে। তবে এছড়াও নিট, জেইই এবং আইআইটি পরীক্ষায় বসার ও খুব ইচ্ছে রয়েছে তার।

advertisement

সার্থক পন্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Madhyamik Result 2023: মাধ্যমিকে গোটা রাজ্যে সপ্তম! কী ভাবে প্রস্তুতি নিয়েছিল সত্যম, ফাঁস বিরাট রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল