West Bengal HS Result 2023 LIVE : ক্লিক করুন আর সবচেয়ে সহজে এখানে দেখে নিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

Last Updated:

West Bengal HS Result 2023 LIVE Updates : খুব সহজেই News18 Bangla-র ওয়েবসাইটে রেজাল্ট দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। কীভাবে দেখবেন জেনে নিন ।

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২ টায় ফল প্রকাশ হবে। গত ১৫ মে ট্যুইটে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন।
কীভাবে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা? সোমবার উচ্চ  মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত উপায়। খুব সহজেই News18 Bangla-র ওয়েবসাইটে রেজাল্ট দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। শেষ হয়েছে ২৭ মার্চ। অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছিলেন পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পারবেন। সর্বকালীন রেকর্ড সময়ে এবারের ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal HS Result 2023 LIVE : ক্লিক করুন আর সবচেয়ে সহজে এখানে দেখে নিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement