Siliguri News: ভয়াবহ ধস উত্তর সিকিমে! আটকে ৪০০ পর্যটক, উদ্ধার করল ভারতীয় সেনা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
ভারী বৃষ্টির কারণে উত্তর সিকিমের লাচেন, লাচুং ও চুংথাং এলাকায় Siliguri News: ১৯ শে মে ধস নামে ৷ তার জেরে আটকে পড়েন প্রায় ৪০০ জন পর্যটক । নর্থ সিকিমের ধসে আটকে পড়া সে পর্যটকদের উদ্ধার করল সেনা ৷
সিকিম: নর্থ সিকিমের ধসে আটকে পড়া প্রায় ৪০০ পর্যটককে উদ্ধার করল সেনা ৷ ভারী বৃষ্টির কারণে উত্তর সিকিমের লাচেন, লাচুং ও চুংথাং এলাকায় ১৯ শে মে ধস নামে ৷ তার জেরে আটকে পড়েন প্রায় ৪০০ জন পর্যটক । তাঁরা লাচুং ও লাচেন উপত্যকায় ঘুরতে যাচ্ছিলেন ৷ ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে তাঁরা সকলে চুংথাং-এ আটকে যান বলে জানিয়েছেন সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত ৷
ওই সেনা আধিকারিক আরও জানিয়েছেন, ১৯শে মে প্রায় ৪০০ জন পর্যটক ধসের কারণে পাহাড়ি রাস্তায় আটকে যান ৷ লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় আটকে থাকলে বড় কোনও দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা ছিল ৷ তাই চুংথাং এর মহকুমা শাসক সেনাকে উদ্ধারকাজে সাহায্যের জন্য অনুরোধ করেন ৷ সেই মতো সেনার ত্রিশক্তি কর্পস নিরাপদে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজে নামে ৷ সেনার তরফে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের মধ্যে ২১৬ জন পুরুষ ১১৩ জন মহিলা ছিলেন। ছিল ৫৪টি শিশুও।
advertisement
advertisement
সেনার তরফে মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, পর্যটকদের উদ্ধার করে তিনটি আলাদা ক্যাম্পে রাখা হয়েছে ৷ সেখানে তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা, গরম পানীয় ও খাবার এবং গরম কাপড় দেওয়া হয়েছে ৷ লাগাতার বৃষ্টির কারণে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি চলে গিয়েছে ৷ ফলে অনেকেই কমবেশি অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ সেনার মেডিক্যাল ক্যাম্পগুলিতে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ এর জন্য তিনটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছিল ।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 4:28 PM IST