ওই এলাকার স্থানীয় বাসিন্দা সৌমেন গঙ্গোপাধ্যা ভোরবেলায় একসঙ্গে একাধিক পথ কুকুরকে অসুস্থ দেখে পাশাপাশি এলাকার মানুষজনদের ডাকেন এবং কুকুরদের নিয়ে কাজ করা NGO গুলির সঙ্গে যোগাযোগ করেন । তবে তাদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় , স্থানীয় পশু চিকিৎসকের সাহায্য নেন তিনি ।
আরও পড়ুন - RCB vs MI: লেগে রয়েছে বদনাম, মুম্বইয়ের রোহিতের আজ বড় চ্যালেঞ্জ দাগ ঘোচানোর
advertisement
খবর দেওয়া হয় দুবরাজপুর ব্লক পশু চিকিৎসা কেন্দ্রে এবং ব্লক আধিকারিক দফতরে। এমনকি খবর যায় দুবরাজপুর থানায়ও। পশু চিকিৎসক সহ তিন জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করেন । চিকিৎসক দেবব্রত খামরই বলেন , " চিকিৎসা শুরু করেছি তবে কি কারণে এমনটা হয়েছে তা এখনই বলা সম্ভব নয় । প্রাথমিক অনুমান বিষক্রিয়া কিংবা ভাইরাল রোগ । তবে বর্তমানে যেই লক্ষণগুলি আছে ডায়রিয়া , নার্ভাস লক্ষণ তার ওপর ভিত্তি করেই আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করেছি । তবে ল্যাব রিপোর্ট আসার পরই জানতে পারব যথাযথভাবে কি থেকে এমন হতে পারে । "
আরও পড়ুন - Purba Bardhaman News: সন্ধ্যাবেলায় শ্যুটআউট, ভয়ে কাঁপছে শক্তিগড়
স্থানীয় বাসিন্দা সৌমেন গঙ্গোপাধ্যায় জানান , " আজ সকাল থেকে দেখি পাড়ার প্রায় সাত আটটি সারমেয় অসুস্থ হয়ে পরে । তাদের চিকিৎসার জন্য বিভিন্ন পশু NGO -র সাথে যোগাযোগ করেও কোন সাহায্য আমরা পায়নি । তারপরই পাড়ার লোকের সহায়তায় আমরা দুবরাজপুর ব্লকের পশু চিকিৎসক দেবব্রত খামরাই -এর সাথে যোগাযোগ করি এবং তারপরই তিনি ও তাঁর টিম এসে ওই সারমেয়দের চিকিৎসা শুরু করেন । তবে আমাদের ধারনা কোনো অসৎ লোক তাদের কোনো অসৎ উদ্দেশ্য সফলের জন্য এমন কোনও ঘটনা ঘটিয়েছে যার কারণে সারমেয় গুলি অসুস্থ হয়ে পড়েছে । ’’
যদি বিষক্রিয়ায় হয় তাহলে হঠাৎ কী কারণে এতগুলি কুকুরকে এক সঙ্গে বিষক্রিয়া করা হলো সেই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মনে ।
Supratim Das