পূর্ব বর্ধমান: বর্ধমানের দু'নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড়ে সন্ধ্যা বেলায় শ্যুটআউট। প্রায় ৪ থেকে ৫ রাউন্ড গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা বেরিয়ে আসেন। এসে দেখেন সাদা রঙের একটি ফরচুনা গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ড্রাইভার এর পাশে পড়ে রয়েছেন একজন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, নীল রংয়ের একটি চারচাকা গাড়ি করে এসে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা শক্তিগরের ল্যাঙচার দোকানের সামনে ওই সাদা রঙের গাড়িতে থাকা আরোহীকে কয়েক রাউন্ড গুলি করে কলকাতার দিকে পালিয়ে যায়।
আরও পড়ুন - IPL 2023: এ কেমন অধিনায়ক! প্রথম ম্যাচ হেরেই সতীর্থের ঘাড়ে দোষ চাপালেন নীতিশ রানা, শুরুতেই কী অন্তর্দন্দ্ব?
ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ভিড় করেন। পরে পুলিশ এসে গুলিবিদ্ধ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন - এমন ঘটনা কখনও ঘটেনি আইপিএলে! ঋষভ পন্থ নেই, তাঁর জার্সি থাকল ডাগ-আউটে
কীভাবে প্রকাশ্য রাস্তায় এরকম গুলি চালানোর ঘটনা ঘটলো তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতিমধ্যেই নাকা চেকিং শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বের করার ব্যবস্থা করছে পুলিশ। জানা যাচ্ছে গুলিবিদ্ধ নিহত ব্যক্তির নাম রাজু ঝাঁ , কয়লা ব্যাবসায়ী।
Bonoarilal Chowdhuryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shaktigarh, Shootout