Purba Bardhaman News: সন্ধ্যাবেলায় শ্যুটআউট, ভয়ে কাঁপছে শক্তিগড়

Last Updated:

কীভাবে প্রকাশ্য রাস্তায় এরকম গুলি চালানোর ঘটনা ঘটলো তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

+
শক্তিগড়ে

শক্তিগড়ে শ্যুটআউট

পূর্ব বর্ধমান: বর্ধমানের দু'নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড়ে সন্ধ্যা বেলায় শ্যুটআউট। প্রায় ৪ থেকে ৫ রাউন্ড গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা বেরিয়ে আসেন। এসে দেখেন সাদা রঙের একটি ফরচুনা গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ড্রাইভার এর পাশে পড়ে রয়েছেন একজন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, নীল রংয়ের একটি চারচাকা গাড়ি করে এসে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা শক্তিগরের ল্যাঙচার দোকানের সামনে ওই সাদা রঙের গাড়িতে থাকা আরোহীকে কয়েক রাউন্ড গুলি করে কলকাতার দিকে পালিয়ে যায়।
advertisement
advertisement
ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ভিড় করেন। পরে পুলিশ এসে গুলিবিদ্ধ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কীভাবে প্রকাশ্য রাস্তায় এরকম গুলি চালানোর ঘটনা ঘটলো তা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতিমধ্যেই নাকা চেকিং শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বের করার ব্যবস্থা করছে পুলিশ। জানা যাচ্ছে গুলিবিদ্ধ নিহত ব্যক্তির নাম রাজু ঝাঁ , কয়লা ব্যাবসায়ী।
advertisement
Bonoarilal Chowdhury
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: সন্ধ্যাবেলায় শ্যুটআউট, ভয়ে কাঁপছে শক্তিগড়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement