Joydev Mela 2026: জয়দেব মেলার আগে প্রশাসনের বিরাট চমক! চালু হল 'প্রয়াস', ঝামেলা ছাড়াই হবে স্টল বুকিং, জানুন বিস্তারিত

Last Updated:

Joydev Mela 2026: বাউল-ফকিরের মিলনক্ষেত্র হিসেবে সুপরিচিত ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলি মেলাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রশাসনিক প্রস্তুতি।

+
জয়দেব

জয়দেব মেলা

ইলামবাজার, বীরভূম, সুদীপ্ত গড়াই: বাউল-ফকিরের মিলনক্ষেত্র হিসেবে সুপরিচিত ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলি মেলাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রশাসনিক প্রস্তুতি। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইতিমধ্যেই স্টল বণ্টন ও বুকিং প্রক্রিয়া চালু হয়েছে। আগামী ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলিতে অনুষ্ঠিত হবে এই মেলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই মেলা মূলত বাউল মেলা হিসেবেই পরিচিত। রাজ্য ও রাজ্যের বাইরের অসংখ্য বাউল, ফকির ও সাধুসন্তদের মিলনক্ষেত্র হয়ে ওঠে অজয় নদের পাড়। প্রতি বছরের মতো এ বছরও লক্ষাধিক পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে।
মেলাকে সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব রাখতে প্রশাসনের তরফে একাধিক আধুনিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইলামবাজার ব্লক প্রশাসনের উদ্যোগে স্টল বুকিংয়ের জন্য চালু হয়েছে অনলাইন ও অফলাইন উভয় ব্যবস্থাই। এবছর প্রথমবার চালু করা হয়েছে বিশেষ অ্যাপ্লিকেশন ‘প্রয়াস’।
advertisement
advertisement
বীরভূমের ইলামবাজার ব্লকের বিডিও অনির্বাণ মজুমদার জানান, “আমরা এ বছর ‘প্রয়াস’ নামে একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছি। মোবাইল ও কম্পিউটার দু’ভাবেই এই অ্যাপ ব্যবহার করা যাচ্ছে। দোকানদারদের যাবতীয় তথ্য ও ছবি সেখানে সংরক্ষিত থাকছে। অনলাইন রসিদ মিলছে এবং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টের সুবিধাও দেওয়া হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
প্রশাসনিক সূত্রে জানা গেছে, মেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ২৫০টি আখড়া বসতে পারে। বর্তমানে ১১০টি স্থায়ী আখড়া রয়েছে। অস্থায়ী আখড়ার সংখ্যা গত বছর ছিল আনুমানিক ১৭০টি, যা এ বছর আরও বাড়তে পারে বলে অনুমান। মেলা শুরু হলে আখড়ার চূড়ান্ত সংখ্যা স্পষ্ট হবে। পাশাপাশি নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, আলো ও ট্রাফিক নিয়ন্ত্রণ সব দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। শিল্পী, সাধুসন্ত ও দর্শনার্থীদের প্রত্যাশা, ঐতিহ্য ও শৃঙ্খলার মেলবন্ধনে এবারের জয়দেব-কেন্দুলি মেলা আরও স্মরণীয় হয়ে উঠবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joydev Mela 2026: জয়দেব মেলার আগে প্রশাসনের বিরাট চমক! চালু হল 'প্রয়াস', ঝামেলা ছাড়াই হবে স্টল বুকিং, জানুন বিস্তারিত
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement