Birbhum News: রাত বাড়তেই বালি-পাথর বোঝাই ডাম্পারের দাপাদাপি সিউড়িতে! রেহাই পাচ্ছে না অ্যাম্বুল্যান্সও, কনকনে ঠান্ডায় পথে নেমে প্রতিবাদ মৌমাছি ক্লাবের সদস্যদের

Last Updated:
Birbhum News: শর্টকাটের খোঁজে মেন রোড ছেড়ে সিউড়ি শহরের বিভিন্ন অলি-গলিতে দিন দিন বাড়ছে বালি ও পাথর বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য। বিশেষ করে রাতের বেলায় এই ভারী গাড়ির চলাচলে সাধারণ মানুষের যাতায়াত হয়ে উঠছে রীতিমতো ভয়ঙ্কর। আটকে পড়ছে ছোট যানবাহন থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িও।
1/5
শর্টকাটের খোঁজে মেন রোড ছেড়ে সিউড়ি শহরের বিভিন্ন অলি-গলিতে দিন দিন বাড়ছে বালি ও পাথর বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য। বিশেষ করে রাতের বেলায় এই ভারী গাড়ির চলাচলে সাধারণ মানুষের যাতায়াত হয়ে উঠছে রীতিমতো ভয়ঙ্কর। আটকে পড়ছে ছোট যানবাহন থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িও। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
শর্টকাটের খোঁজে মেন রোড ছেড়ে সিউড়ি শহরের বিভিন্ন অলি-গলিতে দিন দিন বাড়ছে বালি ও পাথর বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য। বিশেষ করে রাতের বেলায় এই ভারী গাড়ির চলাচলে সাধারণ মানুষের যাতায়াত হয়ে উঠছে রীতিমতো ভয়ঙ্কর। আটকে পড়ছে ছোট যানবাহন থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িও। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
বৃহস্পতিবার রাতে সিউড়ি শহরের মৌমাছি মোড় দিয়ে একাধিক ডাম্পার যাওয়ার সময় একটি অ্যাম্বুল্যান্স আটকে পড়ে। সেই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন মৌমাছি ক্লাবের সদস্যরা। ডাম্পারগুলিকে আটকে শুরু হয় তীব্র বিক্ষোভ।
বৃহস্পতিবার রাতে সিউড়ি শহরের মৌমাছি মোড় দিয়ে একাধিক ডাম্পার যাওয়ার সময় একটি অ্যাম্বুল্যান্স আটকে পড়ে। সেই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন মৌমাছি ক্লাবের সদস্যরা। ডাম্পারগুলিকে আটকে শুরু হয় তীব্র বিক্ষোভ।
advertisement
3/5
স্থানীয়দের অভিযোগ, ১৪ নম্বর জাতীয় সড়ক থেকে এসএইচ ৬ হয়ে সময় বাঁচাতে একের পল্লী মোড়, মৌমাছি মোড়, বাসস্ট্যান্ড রুট ব্যবহার করছে ডাম্পারগুলি। অথচ এই রাস্তা মেন রোড নয়। দিনের পর দিন রাত নামলেই এই রাস্তায় ভারী গাড়ির দাপটে রাস্তার ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ১৪ নম্বর জাতীয় সড়ক থেকে এসএইচ ৬ হয়ে সময় বাঁচাতে একের পল্লী মোড়, মৌমাছি মোড়, বাসস্ট্যান্ড রুট ব্যবহার করছে ডাম্পারগুলি। অথচ এই রাস্তা মেন রোড নয়। দিনের পর দিন রাত নামলেই এই রাস্তায় ভারী গাড়ির দাপটে রাস্তার ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
advertisement
4/5
মৌমাছি ক্লাবের সদস্য সম্রাট মণ্ডল জানান, এই রাস্তা ভারী বালি পাথরের গাড়ির জন্য নয়। এর ফলে রাস্তার অবস্থা ভেঙে পড়বে এবং জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। ক্লাবের আর এক সদস্য বিশ্বজিৎ সিং বলেন, মেন রোড থাকা সত্ত্বেও কেন এই ছোট রাস্তা দিয়ে বড় গাড়ি ঢুকবে, তা তারা মানতে পারছেন না।
মৌমাছি ক্লাবের সদস্য সম্রাট মণ্ডল জানান, এই রাস্তা ভারী বালি পাথরের গাড়ির জন্য নয়। এর ফলে রাস্তার অবস্থা ভেঙে পড়বে এবং জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। ক্লাবের আর এক সদস্য বিশ্বজিৎ সিং বলেন, মেন রোড থাকা সত্ত্বেও কেন এই ছোট রাস্তা দিয়ে বড় গাড়ি ঢুকবে, তা তারা মানতে পারছেন না।
advertisement
5/5
দীর্ঘক্ষণ বিক্ষোভের পর সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডাম্পারগুলি ছেড়ে দেয়। তবে ক্লাব ও এলাকার বাসিন্দাদের স্পষ্ট হুঁশিয়ারি এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনে নামবেন তাঁরা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
দীর্ঘক্ষণ বিক্ষোভের পর সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডাম্পারগুলি ছেড়ে দেয়। তবে ক্লাব ও এলাকার বাসিন্দাদের স্পষ্ট হুঁশিয়ারি এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনে নামবেন তাঁরা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement