বেঙ্গালুরু: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম মরশুম শুরু হয়ে গেছে৷ ক্রিকেটের এই আনন্দোৎসবে মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমী জনতা৷ মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি আজ থেকে শুরু করছে এ মরশুমের আইপিএলে নিজেদের অভিযান৷ হিটম্যানের টিম বেঙ্গালুরুর এম চিদাম্বরম স্টেডিয়ামে আরিসিবি-র ঘরের মাছে খেলতে নামবে৷ দুই দলের ২০২৩ -র এটাই প্রথম ম্যাচ৷ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স হারে এই বদনাম ঘোচানোর চ্যালেঞ্জ রোহিত এন্ড কোংয়ের সামনে৷ ১০ বছরের বেশি সময় নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স৷ আইপিএলের ইতিহাসের সফলতম দলের ওপরে লেগে থাকা এই দাগ অধিনায়ক রোহিতের কেরিয়ারেরও বড় দাগ৷
রোহিতের ওপর লেগেছে বদনাম!
আইপিএল ২০১৪ তে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব তরুণ ক্রিকেটার রোহিত শর্মাকে প্রথমবার দেওয়া হয়৷ হিটম্যান এই ন বছরে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ম্যাচে জেতাতে পারেননি তিনি৷ এই ন বছরে মুম্বইকে তিনি পাঁচটা খেতাব জিতিয়েছেন৷ আইপিএলের ইতিহাসে এখনও অবধি মুম্বই ইন্ডিয়ান্স সফলতম দল৷
আরও পড়ুন - Purba Bardhaman News: সন্ধ্যাবেলায় শ্যুটআউট, ভয়ে কাঁপছে শক্তিগড়
মুম্বইয়ের পরে আইপিএলের দ্বিতীয় সফলতম দল চেন্নাই সুপার কিংস তারা চারবার এই ট্রফি জিতে নিয়েছে৷ হিটম্যান এই ন বছরে পাঁচবার খেতাব জিতেছে৷ এমন শানদার রেকর্ডের পরেও রোহিত শর্মা ১০ বছরে কখনই আইপিএলের ওপেনিং ম্যাচে জিততে পারেনি৷ অর্থাৎ দীর্ঘ সময়ে একই ব্যর্থতার ইতিহাস৷
আরও পড়ুন - Paschim Medinipur News: বিজেপি সাংসদের মানবিক মুখ, যন্ত্রণায় কাতারানো আহতকে তুলে নিলেন হাসপাতালে
শেষবার ২০১২ সালের ওপেনিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হরভজন সিং -র অধিনায়কত্বে ময়দানে নেমেছিল৷ সেই সময়ে মুম্বই সিএসকে-কে আট উইকেটে হারিয়ে দিয়েছিল৷ ২০১৩ তে পন্টিংয়ের অধিনায়কত্বে আরসিবি-র বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল মুম্বই৷ ২০১৪ সালে রোহিত শর্মা মুম্বইয়ের দায়িত্ব পান৷
নিজের দায়িত্ব পাওয়ার পর নিজের দলের হারের পর্ব শেষ করে উঠতে পারেননি৷ আজ আরসিবি-র ম্যাচের সময় রোহিতের দলের সামনে নিজেদের ওপর লেগে থাকা কালো দাগের ইতিহাস মুছে দেওয়ার মরিয়া প্রচেষ্টা করবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2023, Mumbai Indians, RCB