Baruipur Railway Station: বারুইপুর স্টেশন নিয়ে রেলের নয়া প্ল্যান! ঘুরে দেখলেন ডিআরএম, পরিদর্শনকালে গাদা গাদা অভিযোগ যাত্রীদের

Last Updated:

South 24 Parganas Baruipur Railway Station: বারুইপুর মানে পেয়ারা, বারুইপুরের নাম পেয়ারার জন্য জগতজুড়ে বিখ্যাত। আর এই পেয়ারার উৎপত্তিস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন আবার নতুন রূপে সাজানো পরিকল্পনা নেওয়া হয়েছে।

বারুইপুর স্টেশন
বারুইপুর স্টেশন
দক্ষিণ ২৪ পরগনা,বারুইপুর, সুমন সাহা: বারুইপুর মানে পেয়ারা, বারুইপুরের নাম পেয়ারার জন্য জগতজুড়ে বিখ্যাত। আর এই পেয়ারার উৎপত্তিস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন আবার নতুন রূপে সাজানো পরিকল্পনা নেওয়া হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্টেশন বারুইপুর। এই স্টেশনটিকে আরও ভালভাবে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরি করার পরিকল্পনা আছে বলে জানালেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।
এদিন বারুইপুর স্টেশন পরিদর্শনে এসে একথা বলেন তিনি। এদিন তিনি বারুইপুর স্টেশনের চারটি প্লাটফর্মই ঘুরে দেখেন। রেলের জায়গায় তৈরি করা অটো স্ট্যান্ডও পরিদর্শন করেন। এখানকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন বারুইপুর স্টেশনের অফিসারদের সঙ্গে। যদিও যাত্রীদের তরফে তাঁর কাছে অভিযোগ করা হয় যে, অফিস টাইমে বারুইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টার বন্ধ থাকে। যদিও তিনি সেকথা উড়িয়ে দিয়ে বলেন, টিকিট কাটার ভেন্ডিং মেশিন চালু আছে। সেখানে কর্মীও আছেন। তাই অসুবিধা নেই।
advertisement
advertisement
এদিন ডিআরএমের পরিদর্শনকে কেন্দ্র করে বারুইপুর স্টেশন পরিষ্কার পরিছন্ন রাখা হয়। যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই যাতে এমন পরিষ্কার রাখা যায়, সেদিকে স্টেশন কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। এদিন ডিআরএম জানান, স্টেশনটির কী কী উন্নয়ন করা যায়, তা দেখা হল। এরপর পরিকল্পনা করে সাজানো হবে একে। বারুইপুরের পাশাপাশি ধপধপি, নামখানা স্টেশনও পরিদর্শন করেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেলের তরফে দেশের বিভিন্ন স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে। আর এসবের মধ্যেই বারুইপুর স্টেশনকে সাজানো নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে যাত্রীদের বারবার দাবি, শুধু স্টেশন সাজিয়ে চলবে না, সঙ্গে পাল্লা দিয়ে দরকার ট্রেনেরও। নাহলে যাত্রী ভোগান্তি কোনওদিন কমবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur Railway Station: বারুইপুর স্টেশন নিয়ে রেলের নয়া প্ল্যান! ঘুরে দেখলেন ডিআরএম, পরিদর্শনকালে গাদা গাদা অভিযোগ যাত্রীদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement