Football Tournament: আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার খেলা! মহৎ লক্ষ্যে পুলিশ, জমাটি ফুটবল প্রতিযোগিতার সাক্ষী থাকল জঙ্গলমহল

Last Updated:

West Medinipur Football Tournament: প্রত্যন্ত গ্রামবাংলার ধুলোমাখা মাঠেই লুকিয়ে থাকে আগামীর উজ্জ্বল নক্ষত্রেরা। সেই সুপ্ত প্রতিভাকে সঠিক দিশা দেখাতে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

+
ফুটবল

ফুটবল প্রতিযোগিতা

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রত্যন্ত গ্রামবাংলার ধুলোমাখা মাঠেই লুকিয়ে থাকে আগামীর উজ্জ্বল নক্ষত্রেরা। সেই সুপ্ত প্রতিভাকে সঠিক দিশা দেখাতে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষা বা পেশাগত দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে ‘কমিউনিটি পুলিশিং’-এর অংশ হিসেবে এবার স্কুলপড়ুয়াদের নিয়ে জেলাজুড়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই বিশেষ উদ্যোগের নেপথ্যে রয়েছেন জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী।
নতুন শিক্ষাবর্ষ শুরু হতেই জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে জেলার প্রতিটি থানা এলাকায় স্থানীয় বিদ্যালয়গুলিকে নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রাথমিক স্তরের এই প্রতিযোগিতাগুলি থেকে বাছাই করা সেরা দলগুলিকে নিয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। জেলা পুলিশের উদ্যেগে এই ফুটবল টুর্নামেন্ট জার্মান কাপ। জেলা পুলিশের লক্ষ্য কেবল ট্রফি বা পুরস্কার বিতরণ নয়, বরং এই প্রতিযোগিতার মাধ্যমেই খুঁজে বের করা হবে আগামীর প্রতিভাবান ফুটবলারদের।
advertisement
advertisement
উল্লেখযোগ্যভাবে, জঙ্গলমহলের মাটি থেকেই উঠে আসা একাধিক ছেলে ও মেয়ে আজ জাতীয় ও রাজ্য স্তরের বিভিন্ন নামী ক্লাবে সুনামের সঙ্গে খেলছেন। সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে এবং গ্রামগঞ্জের মেধাবী খেলোয়াড়দের সামনে সঠিক প্ল্যাটফর্ম তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ কর্তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা পুলিশের বিশ্বাস, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে এই খুদে খেলোয়াড়রাই একদিন দেশের ফুটবল মানচিত্রে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষানুরাগী ও ক্রীড়াপ্রেমীরা। জেলা পুলিশ সুপারের কথায়, “খেলাধুলা যুবসমাজকে শুধু সুস্থ রাখে না, বিপথগামী হওয়া থেকেও রক্ষা করে।” মেদিনীপুরের মাঠে মাঠে এখন তাই বাঁশির আওয়াজ আর গোলের গর্জন—আগামীর ফুটবল তারকাদের খোঁজে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Football Tournament: আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার খেলা! মহৎ লক্ষ্যে পুলিশ, জমাটি ফুটবল প্রতিযোগিতার সাক্ষী থাকল জঙ্গলমহল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement