Murshidabad News: মাদকমুক্ত অভিযানে লালগোলা পুলিশের বড় সাফল্য, উদ্ধার কোটি কোটি টাকার হেরোইন! গ্রেফতার ১
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad News: রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ লালগোলা থানার চাটাইডুবি কাছে কবরস্থানের পাশে রাস্তায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩২৭ গ্রাম হেরোইন।
লালগোলা, তন্ময় মণ্ডল: রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ লালগোলা থানার চাটাইডুবি কাছে কবরস্থানের পাশে রাস্তায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩২৭ গ্রাম হেরোইন।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম সুমন শেখ (২৫), বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বাসগারা উত্তর লতিবের পাড়া এলাকায়। রবিবার রাতে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্ব পুলিশের একটি দল লালগোলা থানার চাটাইডুবি কাছে কবর স্থানের পাশে রাস্তায় অভিযান চালিয়ে ওই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরবর্তীতে তার কাছে তল্লাশি চালালে মোট ৩২৭ (তিনশো সাতাশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
advertisement
advertisement
৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়। সোমবার ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের অবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় বলে জানাযায় পুলিশ সূত্রে। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত মাদক ব্যবসায়ীর সঙ্গে যুক্ত। কী কারণে হেরোইন নিয়ে এখানে এসেছিল, এছাড়া এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লালগোলা থানা এলাকাকে মাদক মুক্ত করতে তৎপর পুলিশ। লালগোলা থানার পুলিশ গত কয়েক মাস ধরেই বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একাধিজনকে গ্রেফতার করেছে। মামলা রুজু করে আইন অনুযায়ী ব্যবস্থা চলছে। তবে নতুন করে আবার মাদক কারবারিরা সক্রিয় হতেই তৎপর পুলিশও ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 12, 2026 3:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মাদকমুক্ত অভিযানে লালগোলা পুলিশের বড় সাফল্য, উদ্ধার কোটি কোটি টাকার হেরোইন! গ্রেফতার ১






