Karate Championship: ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পাঁশকুড়ায়, রাজ্য জুড়ে ২০০-রও বেশি পড়ুয়ার অংশগ্রহণ, আত্মরক্ষার কৌশলের সঙ্গে ভবিষ্যতের পথ নির্দেশনা
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Medinipur Inter School Karate Championship: পাঁশকুড়া সিদ্ধা হাইস্কুলে আয়োজিত হল ষষ্ঠ আন্তঃস্কুল ক্যারাটে প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ জুড়ে ২০০-রও বেশি ছাত্রছাত্রী এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। পড়ুয়াদের মানোন্নয়নের বেল্টও দেওয়া হয়েছে।
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: আন্তঃস্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ জুড়ে ২০০-রও বেশি ছাত্রছাত্রী এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। এই ক্যারাটে প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার ছাপ রাখল পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা। মানোন্নয়নের বেল্ট দেওয়া হয়।
পাঁশকুড়া সিদ্ধা হাইস্কুলে আন্তঃস্কুল ক্যারাটে প্রতিযোগিতা আয়োজিত হয়। বর্তমান সময়ে ক্যারাটে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আত্মরক্ষার কৌশল হিসাবে স্কুলে পড়াকালীন বহু ছাত্র-ছাত্রী ক্যারাটে শিখছে। সেই ছাত্র-ছাত্রীদের নিয়েই আন্তঃ বিদ্যালয়ের ক্যারাটে প্রতিযোগিতা। বর্তমান সময়ে ছেলেমেয়েদের বিনা খরচে আত্মরক্ষার পাঠ দিতে পাঁশকুড়ার এই স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুনঃ মেলায় বিনোদন নয়, শিশুদের জন্য আত্মরক্ষার পাঠ! অভিজ্ঞ ক্যারাটে প্রশিক্ষক শেখাচ্ছেন মারপ্যাঁচের কৌশল
বর্তমানে বহু ছাত্র-ছাত্রী ওই স্কুলে আত্মরক্ষার কৌশল হিসেবে ক্যারাটে শিখছে। কিন্তু শুধুমাত্র আত্মরক্ষার কৌশল হিসাবে ক্যারাটে শেখা নয়। বরং এই শিক্ষাকে কাজে লাগিয়ে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা। ক্যারাটের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বেল্ট দিয়ে তাদের মানোন্নয়ন করা হয়। এদিন এই আন্তঃ বিদ্যালয় ক্যারাটে প্রতিযোগিতা আয়োজিত হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফিরছে সিল্কের সু-দিন! উন্নতমানের রেশম গুটি উৎপাদন করে প্রশংসিত মালদহের ৬ রেশম চাষি, পুরস্কার তুলে দিল সেন্ট্রাল সিল্ক বোর্ড
ক্যারাটে প্রশিক্ষক ও মূল আয়োজক জানান, “ক্যারাটে একপ্রকার ফ্রি হ্যান্ড হার্ড এক্সারসাইজ। এর পাশাপাশি আত্মরক্ষার বিশেষ কৌশল। এ পর্যন্ত আমরা প্রায় ১০ হাজার ছাত্রীকে ক্যারাটে প্রশিক্ষণ দিয়েছি আত্মরক্ষার কৌশল হিসাবে। এদিন এই আন্তঃস্কুল ক্যারাটে মানোন্নয়ন ও চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। হাওড়া, পশ্চিম মেদিনীপুর শহর বিভিন্ন এলাকার ২০০-এর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মূলত ক্যারাটের মাধ্যমে লাঠি চালানো-সহ অন্যান্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আত্মরক্ষার কৌশল হিসাবে। একটিতে আত্মরক্ষার কৌশল অন্যদিকে অদূর ভবিষ্যতে জীবিকা অর্জন দু’ইই সম্ভব ক্যারাটের মাধ্যমে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান সময়ে ক্যারাটে জনপ্রিয়তা লাভ করেছে। মেয়েদের ক্যারাটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ক্যারাটে শিখছে ছাত্রছাত্রীরা। পাঁশকুড়া সিদ্ধা হাইস্কুলে এই আন্তঃ বিদ্যালয় ক্যারাটে মানোন্নয়ন চ্যাম্পিয়নশিপ ছয় বছরে পড়ল। উদ্যোক্তারা জানান, আগামী দিনে মেয়েদের আত্মরক্ষার কৌশল হিসাবে বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ বজায় রাখবে। এর পাশাপাশি যারা ক্যারাটে মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ ঘটতে চায় তাদেরও পাশে থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Jan 12, 2026 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Karate Championship: ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পাঁশকুড়ায়, রাজ্য জুড়ে ২০০-রও বেশি পড়ুয়ার অংশগ্রহণ, আত্মরক্ষার কৌশলের সঙ্গে ভবিষ্যতের পথ নির্দেশনা









