Malda News: ফিরছে সিল্কের সু-দিন! উন্নতমানের রেশম গুটি উৎপাদন করে প্রশংসিত মালদহের ৬ রেশম চাষি, পুরস্কার তুলে দিল সেন্ট্রাল সিল্ক বোর্ড

Last Updated:
Malda Silk Production: রেশম চাষ করে এবারে বিশেষ সম্মানে সম্মানিত হলেন মালদহের ৬ রেশম চাষি। কেন্দ্রীয় রেশম সংস্থা সেন্ট্রাল সিল্ক বোর্ডের তরফে রেশম চাষে অসাধারণ সাফল্যের জন্য মালদহ জেলার ছয় জন রেশম চাষিকে পুরস্কৃত করা হল।
1/6
রেশম চাষ করে এবারে বিশেষ সম্মানে সম্মানিত হলেন মালদহের ৬ রেশম চাষি। কেন্দ্রীয় রেশম সংস্থা সেন্ট্রাল সিল্ক বোর্ডের তরফে রেশম চাষে অসাধারণ সাফল্যের জন্য মালদহ জেলার ছয় জন রেশম চাষিকে পুরস্কৃত করা হল। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
রেশম চাষ করে এবারে বিশেষ সম্মানে সম্মানিত হলেন মালদহের ৬ রেশম চাষি। কেন্দ্রীয় রেশম সংস্থা সেন্ট্রাল সিল্ক বোর্ডের তরফে রেশম চাষে অসাধারণ সাফল্যের জন্য মালদহ জেলার ছয় জন রেশম চাষিকে পুরস্কৃত করা হল। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
ক্রস ব্রিড রেশম কীট, বাইভোল্টাইন ডাবল হাইব্রিড অর্থাৎ বিএইচপি-ডিএইচ রেশম কীট, বাইভোল্টাইন হাইব্রিড অর্থাৎ এসকে৬ x এসকে৭ রেশম কীট, রেশম কীট পালনের জন্য তুঁত জাত C2038, ৩' x ৩' ব্যবধানে, বাইভোল্টাইন হাইব্রিড রেশম কীট সফলভাবে পালন ও রেশম কীটের গুটির রিলিং সফলভাবে সম্পাদনের জন্য চাষিদের পুরস্কৃত করা হয়।
ক্রস ব্রিড রেশম কীট, বাইভোল্টাইন ডাবল হাইব্রিড অর্থাৎ বিএইচপি-ডিএইচ রেশম কীট, বাইভোল্টাইন হাইব্রিড অর্থাৎ এসকে৬ x এসকে৭ রেশম কীট, রেশম কীট পালনের জন্য তুঁত জাত C2038, ৩' x ৩' ব্যবধানে, বাইভোল্টাইন হাইব্রিড রেশম কীট সফলভাবে পালন ও রেশম কীটের গুটির রিলিং সফলভাবে সম্পাদনের জন্য চাষিদের পুরস্কৃত করা হয়।
advertisement
3/6
কালিয়াচক ১ ব্লকের মৌসুমি মণ্ডল, আজিমা বিবি, মোহাম্মদ মুস্তাক আলী, পঙ্কজ কুমার মণ্ডল, আনসারুল শেখ ও কালিয়াচক ২ ব্লকের তপেশ মণ্ডল এই ছয় জন চাষিকে বিশেষ প্রশংসাপত্র ও আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। 
কালিয়াচক ১ ব্লকের মৌসুমি মণ্ডল, আজিমা বিবি, মোহাম্মদ মুস্তাক আলী, পঙ্কজ কুমার মণ্ডল, আনসারুল শেখ ও কালিয়াচক ২ ব্লকের তপেশ মণ্ডল এই ছয় জন চাষিকে বিশেষ প্রশংসাপত্র ও আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়।
advertisement
4/6
মালদহের কালিয়াচক ২ ব্লকের বাগমারা এলাকায় অবস্থিত সিবিএস রিসার্চ এক্সটেনশন সেন্টারে আয়োজিত এক রেশম কৃষি মেলার মধ্য দিয়ে রেশম চাষিদের পুরস্কৃত করা হয়। এদিন এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ কেন্দ্রীয় রেশম সিল্ক বোর্ড সংস্থার আধিকারিকরা।
মালদহের কালিয়াচক ২ ব্লকের বাগমারা এলাকায় অবস্থিত সিবিএস রিসার্চ এক্সটেনশন সেন্টারে আয়োজিত এক রেশম কৃষি মেলার মধ্য দিয়ে রেশম চাষিদের পুরস্কৃত করা হয়। এদিন এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ কেন্দ্রীয় রেশম সিল্ক বোর্ড সংস্থার আধিকারিকরা।
advertisement
5/6
রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান,
রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, "জেলার ঐতিহ্যবাহী রেশম শিল্প আবার নতুনভাবে উঠতে শুরু করেছে। গত কয়েক বছর দাম না পাওয়ায় চাষিরা মুখ ফিরিয়েছিলেন রেশন চাষ থেকে। এই বছর দ্বিগুণ দাম মেলায় নতুন ভাবে আসার আলো দেখছেন জেলার রেশম চাষিরা।"
advertisement
6/6
তিনি আর‌ও জানান,
তিনি আর‌ও জানান, "শুধু তাই নয়, এ বছর জেলার চাষিরা ব্যাপক পরিমাণে উন্নত মানের গুটি তৈরি করেছেন। তাই তাঁদের অসাধারণ কাজের জন্য পুরস্কৃত করা হল। তাঁদের এই সাফল্য আগামীতে জেলার রেশম চাষিদের আরও আগ্রহী করে তুলবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement